EC MEETING MINUTES_02 DECEMBER, 2021

এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর বোর্ডের সভা বোর্ডের সভার কার্যবিবরণীঃ-

এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর সভা ০২/১২/২০২১ তারিখ, শুত্রবার, রাত ১০:০০ এ ভার্চুয়ারী Zoom Apps এর মাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক মোল্লা খোকন এর আহবানে কার্যকরী কমিটির সদস্যদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মীর আবু জাহিদ শামছুদ্দীন সাগর।

সভায় নিম্নোক্ত সদস্যগন Zoom Apps এর মাধ্যমে অংশগ্রহন করেনঃ-

০১.   মীর আবু জাহিদ শামছুদ্দীন (সাগর)       সভাপতি

০২.   ওমর ফারুর মোল্লা খোকন               সাধারণ সম্পাদক

০৩.   মিজানুর রহমান, এফ.সি.এ                সহ-সভাপতি

০৪.   রহিমা আখতার                      সহ-সাধারণ সম্পাদক

০৫.   মোঃ আবু সাঈদ মোল্লা                 সাংগঠনিক সম্পাদক

০৬.   মোঃ নাসির উদ্দিন মাহমুদ               প্রচার ও প্রকাশনা সম্পাদক

০৭.   গোলাম মোস্তফা                      দপ্তর সম্পাদক

০৮.  ইলিয়াস মুন্সি                       কার্যকরী সদস্য

০৯.   মোঃ কবিরুজ্জামান লাবু                 কার্যকরী সদস্য

১০.   নেয়ামুল হোসাইন     কার্যকরী                সদস্য

১১.   মোঃ আনোয়ার হোসেন রানা              উপদেষ্টা

সভাপতির স্বাগত ভাষণঃ

সংগঠনের মাননীয় সভাপতি জনাব মীর আবু জাহিদ শামছুদ্দীন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন।

সভার আলোচ্য সূচী অনুমোদনঃ

সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক মোল্লা খোকন সভায় নিম্নোক্ত আলোচ্য সুচী অনুমোদনের জন্য উপস্থাপন করেনঃ

০১।   দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বন্ধু শরীফ মোহাম্মদ এর চিকিৎসায় আর্থিক সহযোগিতা করা; 

০২।   বাৎসরিক বনভোজন আয়োজন;

০৩।  বনভোজনের আয়োজনের জন্য স্পট ভিজিট করা;

০৪।   বিবিধ

সিদ্ধান্তঃ সভায় উপস্থিত সকলের সম্মতিতে আলোচ্য সুচী অনুমোদন করা হয়।

০১। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আমাদের বন্ধু শরীফ মোহাম্মদ এর চিকিসায় আর্থিক সাহায্য করাঃ

সংগঠনের সভাপতি জনাব মীর আবু জাহিদ শামছুদ্দীন (সাগর) জানান, আমাদের প্রিয় বন্ধু শরীফ মোহাম্মদ দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। গত রমজান মাসে ঈদ উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু বন্ধুদের সাথে কথা বলে মোট ১,৫৬,০০০/- টাকা সংগ্রহ করা হয় এবং তাকে প্রদান করা হয়। তার পরিবারের সাথে আমাদের সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য আগামী ৪/১২/২০২১ তারিখে তাকে ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে। এজন্য প্রচুর টাকা খরচ হবে যে টাকা তার পরিবারের পক্ষে সংগ্রহ করা অত্যান্ত কষ্টকর। ইতিমধ্যে বন্ধু শরীফ মোহাম্মদ আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার কথা বলেছেন।

প্রিয় বন্ধুরা, আমরা আজ প্রায় ২০০জন বন্ধু একসাথে আছি। বন্ধুর বিপদে বন্ধুকে কাছে থাকতে হবে এটাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। তাই আমাদের সবাইকে বন্ধু শরীফ মোহাম্মদ এর চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে। বিষয়টি অত্যান্ত গুরুত্বসহকারে আমাদের নিজস্ব সকল সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন-ফেজবুক গ্রুপ, হোয়াটস্এ্যাপ গ্রুপ,  ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে সকল বন্ধুদের জানাতে হবে এবং সকল বন্ধুরেরকে বন্ধু শরিফ মোহাম্মদ এর জন্য আর্থিক সাহায্যে যুক্ত করতে হবে।

সকলের আলোচনার ভিত্তিতে এই টাকা সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক মোল্লা খোকন এর ব্যাক্তিগত বিকাশ নাম্বার ০১৬৭৮-০০০১৯২ তে সংগ্রহ করার জন্য সীদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ সকল বন্ধুদের সাথে যোগাযোগ করে আর্থিক সাহায্যের বিষয়ে অনুরোধ করবে এবং শীঘ্রই সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংগঠনের ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রচার এর মাধ্যমে সকল বন্ধদের জানিয়ে দিবে। আগামী তিনদিনের এর মধ্যে সকল বন্ধুদের কাছ থেকে চাদাঁ সংগ্রহ করে আগামী ৭/১২/২০২১ তারিখে রিপোর্ট উপস্থান করতে হবে। সংগৃহীত চাদাঁ বন্ধু শরীফ মোহাম্মদ এর পরিবারের কাছে খুব দ্রুত পৌছাতে হবে।

সিদ্ধান্তঃ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত আমাদের প্রিয় বন্ধু শরীফ মোহাম্মদ এর চিকিৎসার জন্য জরুরী আর্থিক সাহায্যের বিষয়ে সকল বন্ধদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন জানানো হবে এবং সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ সকল বন্ধুদের সাথে যোগাযোগ করে আর্থিক সাহায্যের বিষয়ে অনুরোধ করবে। আগামী ০৭/১২/২০২১ তারিখ একই সময়ে অনুষ্ঠিত সভায় সংগৃহীত চাঁদার রিপোর্ট করতে হবে এবং আলোচনার ভিত্তিতে খুব শীঘ্রই বন্ধু শরীফ মোহাম্মদ এর পরিবারের কাছে সংগৃহীত অর্থ পৌছানো হবে।

০২। বার্ষিক বনভোজন ২০২২ আয়োজন প্রসঙ্গেঃ

২০২২ সালের বাৎসরিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা আয়োজন করার জন্য প্রস্তুতি নেয়ার ব্যাপারে সবাই আগ্রহ প্রকাশ করছে। জানুয়ারী – ফেব্রুয়ারী মাসে প্রচুর বনভোজনের আয়োজন করা হয়ে থাকে, এজন্য আগে থেকেই ভেন্যু ঠিক করে রাখা প্রয়োজন অন্যথায় ভাল ভ্যেনু পাওয়া যাবে না। প্রথমত সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করা হলে সকলের সম্মতিক্রমে জানুয়ারী ২০২২ মাসের শেষ সপ্তাহ থেকে ফেরুয়ারী ২০২২ মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ ২১শে জানুয়ারী-২০২২, ২৮শে জানুয়ারী-২০২২,  ৪ঠা ফেব্রুয়ারী-২০২২, ১১ই ফেব্রুয়ারী-২০২২ এবং ১৮ই ফেব্রুয়ারী-২০২২ তারিখের মধ্যে যে তারিখে পছন্দের ভেন্যূ পাওয়া যাবে সেই তারিখটি নির্ধারণ করার ব্যাপারে সকলে একমত পোষন করেন।

সিদ্ধান্তঃ ২০২২ সালের বাৎসরিক বনভোজন ও পারিবারিক মিলনমেলার আয়োজনের ব্যাপারে সীদ্ধান্ত গৃহীত হয় এবং সম্ভাব্য ৫টি তারিখ বেছে নেওয়া হয়েছে। ২১শে জানুয়ারী-২০২২ তারিখ থেকে ১৮ই ফেব্রুয়ারী-২০২২ তারিখ পর্যন্ত যে কোন শুক্রবার পছন্দের ভেন্যু ফাকা পাওয়া সাপেক্ষে বুকিং দেওয়ার ব্যাপারে সীদ্ধান্ত গৃহীত হয়।

০৩। বার্ষিক বনভোজন ২০২২ এর ভেন্যু বুকিং এর জন্য সাইট ভিজিট করা প্রসঙ্গেঃ

২০২২ সালের বাৎসরিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা আয়োজনের জন্য একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে সারাদিন সবাই স্ব-পরিবারে একসাথে কাটাতে চাই। এজন্য সুন্দর মনোরম পরিবেশের একটি ভেন্যূ বাছাই করা অত্যান্ত গুরুত্বপূর্ণ। আর বছরের এ সময়টিতে প্রচুর প্রোগ্রাম আয়োজন হয় তাই সুন্দর ভেন্যূ পাওয়া অত্যান্ত কঠিন কাজ। আগে থেকেই ভেন্যু ঠিক করা না গেলে পরে পাওয়া যাবে না। এব্যাপারে কমিটির সকল সদস্যরা খোলামেলা আলোচনায় অংশ নেন। সকলেরই পছন্দ ঢাকার আশে পাশের পিকনিক স্পটগুলো বিশেষ করে ঢাকা মাওয়া সড়কের সন্নিকটে নিরিবিলি কোন একটি রিসোর্ট।

সিদ্ধান্তঃ ২০২২ সালের বাৎসরিক বনভোজন ও পারিবারিক মিলনমেলার আয়োজনের লক্ষ্যে আগামী ১০ই ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ৯:০০টা সংগঠনের সাংগঠনিক সম্পাগক জনাব আবু সাইদ মোল্লাহ এর মগবাজারের অফিসে কমিটির সবাই উপস্থিত থাকবে এবং ওখান থেকে বনভোজনের ভেন্যু ভিজিটের জন্য সম্ভাব্য সকল এলাকা ভিজিট করে বিকাল ৫:০০টায় আবার জনাব আবু সাইদ মোল্লাহ এর মগবাজারের অফিসে সভা অনুষ্ঠানের সীদ্ধান্ত গৃহীত হয়।

০৪। বিবিধঃ

বিবিধ আলোচনায় আমাদের সকলের প্রিয় বন্ধু শরীফ মোহাম্মদ এর রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া ও আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ করা হয়।

অতঃপর আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি কর্তৃক সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

 

(ওমর ফারুর মোল্লা খোকন)                                                                         (মীর আবু জাহিদ শামছুদ্দীন সাগর)

    সাধারণ সম্পাদক                                                                                            সভাপতি