4th AGM 2019-2020_01 June, 2020
একাউন্টিং এ্যালামনাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর ৩য় সাধারণ সভার
কার্য বিবরণী।
বিগত ১লা জুন, ২০২০ রোজ শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় ভার্চুয়ালী ঝুম মিটিং এ ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এ মিটিংএ সকল বন্ধুদের আমন্ত্রন জানানো হয়েছিল। উক্ত মিটিং-এ কমিটির নি¤েœাক্ত সদস্যগণ অংশগ্রহন করেনঃ
- President Mohammad Saiful Islam
- Vice-President Mamoon Siraj
- General Secretary M. Rezaul Karim
- Joint Secretary Mohammad Rejaul Karim
- Finance Secratary Mohammad Iqbal Hossain
- Publicity & Publication Sectetary Omar Faruk Molla Khokon
- Office Secretary Md Monsur Ahmed Rocky
- Executive Member Rahima Akter Shilpi
- Executive Member Mohammad Aslam Kabir
- Executive Member Proshanta Kumar Saha
- Executive Member Mohammed Nazrul Izlam
- Adviser Rezaul Alam (Miru)
- Adviser Mohammad Jahangir Hossain
- Adviser Akhteruzzan Bhuiyan
- Adviser Mezanoor Rahman, FCA
সভার আলোচ্য সূচীঃ
০১। বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল।
০২। নতুন কমিটি গঠন ও ঘোষনা।
০৩। বিবিধ।
শুরুতেই সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম সভায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে স্বাধারণ সভার কার্যক্রম শুরু করেন। প্রথমে সভার আলোচ্য বিষয় অনুমোদন এবং এর বাইরে কোন আলোচ্য বিষয় থাকলে বিবিধ আলোচনার মধ্যে অন্তর্ভূক্ত করা যাবে বলে জানান। উপস্থিত সকলে আলোচ্য বিষয় মোতাবেক আলোচনা করার জন্য একমত পোষণ করেন।
সিদ্ধান্ত ঃ আলোচ্যসূচী অনুমোদন করা হলো।
সভার আলোচনা ও সিদ্ধান্ত সমূহঃ
আলোচ্য বিষয় (১)ঃ বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল ও খরচ অনুমোদন-
সংস্থার সাধারণ সম্পাদক জনাব এস.এম রেজাউল কমির সভায় উপস্থিত সকল সম্মানিত ব্যক্তি বর্গকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন। বিগত এক বছর দায়িত্ব পালনে সকলের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গত ২৪জানুয়ারী ২০২০ তারিখে যমুনা ন্যাচারাল পার্ক, বলিয়াপুর, সাভার এ আমরা বনভোজন ও পারিবারিক মিলনমেলার আয়োজন করেছি। উক্ত বনভোজনের আমাদের বন্ধুরা অংশগ্রহন করেছে। সকলের অংশগ্রহনে সুন্দর একটি প্রোগ্রাম সফল করতে পেরেছি। উক্ত বনভোজনে বন্ধুরা যে চাদা প্রদান করেছে তা দিয়েই আমাদের খরচ নির্বাহ করা হয়েছে। উক্ত খরচের অনুমোদন দেয়া প্রয়োজন। কমিটির কাছে আমি প্রস্তাব রাখছি বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা-২০২০ উপলক্ষে বন্ধুরা যে চাঁদা দিয়েছে সেই চাঁদার টাকা দিয়েই আমাদের প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। এই খরচের অনুমোদন প্রদান করা যেতে পারে।
সিদ্ধান্ত ঃ বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা-২০২০এর খরচ সকলের সম্মতিতে অনুমোদন করা হয়।
আলোচ্য বিষয় (২)ঃ নতুন কমিটি গঠন ও ঘোষনা -
সভার সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম আগামী বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা প্রয়োজন। এখন থেকে প্রতি বছর সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং নতুন কমিটি গঠন করা হবে যাতে আরও ভাল প্রোগ্রাম উপহার দিতে পারে এবং নতুন নেতৃত্ব তৈরী হয়। আমি আগামী ২০২০-২০২১ সালের জন্য নতুন কমিটির নাম প্রস্তাব করছিঃ
- President Md Monsur Ahmed Rocky
- Vice-President Mir Abu Zahid Shamsuddin
- General Secretary Mohammad Rejaul Karim
- Joint Secretary Omar Faruk Molla Khokon
- Finance Secratary Mezanoor Rahman, FCA
- Organizer Secretary Rahima Akter Shilpi
- Publicity & Publication Sectetary Mohammad Sharoar Hossaine
- Office Secretary Nasir Uddin Mahamud
- Social Welfare Secretary Abu Sayed Mollah
- Sports & Cultural Secretary Mohammad Aslam Kabir
- nternational Secretary Akhteruzzan Bhuiyan
- Executive Member Mohammed Anisur Rahman Anis
- Executive Member Juwel Mia
- Executive Member Mohammad Abdul Latif
- Executive Member Kabiruzzaman Labu
- Adviser Mohammad Saiful Islam
- Adviser M. Rezaul Karim
- Adviser Mamoon Siraj
- Adviser Ashrafuzzaman Chowdhury Badsha
পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করার পরে সভাপতি মহোদয় সকলের মতামত জানতে চান। এ কমিটির উপর কারও কোন আপত্তি বা মতামত থাকলে খোলামেলা আলোচনার জন্য সবাইকে আহবান করেন। এই কমিটি নিয়ে কারো কোন আপত্তি না থাকায় চুড়ান্ত সীদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত ঃ এ্যাকাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর ২০২০-২০২১ এর জন্য ঘোষিত কমিটি সকলের সম্মতিতে অনুমোদন হলো।
আর কোন আলোচনার বিষয় না থাকায় সভার সভাপতি মিটিং এর সমাপ্তি ঘোষনা করেন।
Mohammad Saiful Islam S. M. Rezaul Karim
President General Secretary