এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১৯৯৪-৯৫ এর কার্যকমিটি ২০২৩-২০২৪ এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হলো।

এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১৯৯৪-৯৫ এর কার্যকমিটি ২০২৩-২০২৪ এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১২ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে রাজধানীর ধানমন্ডির জিনডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো। জনাব আশরাফুজ্জামান চৌধুরী বাদশা প্রেসিডেন্ট - শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। 

শতাধিক বন্ধুর উপস্থিতিতে সংগঠনের ৮ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। অত্যান্ত ঝাকজমকপূর্ণ ও হ্রদ্যতাপূর্ণ পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়েছি। বিগত বছরর আর্থিক হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়েছে। এছাড়া সংগঠনে গঠনতন্ত্রে বিরাট একটি পরিবর্তন আনা হয়েছে- তা হলো কমিটির মেয়াদ ২বছর করা হয়েছে। ইতিপূর্বে এই মেয়াদ ছিলো ১বছর। সভায় উপস্থিত সকলের সম্মতিতে এই পরিবর্তন আনা হয়েছে। 

প্রতিটি এজিএম এর মূল আকর্ষন নতুন কমিটি নির্বাচন করা। বিগত বছরের ন্যয় এ বছর ও নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। জনাব আশরাফুজ্জামান চৌধুরী বাদশাকে নতুন কার্যনির্বাহি কমিটির প্রেসিডেন্ট এবং মো শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। 

অনুষ্ঠান শেষে প্রিতি ভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।