7th AGM Minutes_20 September, 2024
একাউন্টিং এ্যালামনাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর ৭ম সাধারণ সভার
কার্য বিবরণী।
বিগত ২০শে সেপ্টেম্বর, ২০২৪ রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকার সংগঠনের ৭ষ্ঠ সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোঃ আবু সাইদ মোল্লা সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক জনাব শাহ সুলতান চৌধুরী শাহান শাহ এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ। এই সভায় এক্সিকিউটিভ কমিটি সহ সকল বন্ধুদেরকে আমন্ত্রন জানানো হয়েছিল। মোট ৭৩জন বন্ধু অংশগ্রহন করেন।
শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। তেলওয়াত করেন সংগঠনের বন্ধু আবুল কালাম আজাদ। এরপর সভাপতি জনাব আবু সাইদ মোল্লা উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আজ ছুটির দিনে সবাই পরিবারকে সময় না দিয়ে আমাদের ডাকে ছুটে এসেছো এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত এক বছর আমরা সংগঠনটি পরিচালনা করেছি, গেট টুগেদার, বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা, ইফতার পার্টি ও দোয়া মাহফিল এবং বন্ধু শরীফের চিকিৎসা সহায়তা ফান্ড গঠন সহ সকল প্রোগ্রামে তোমাদের অংশগ্রহন আমাদের মুগ্ধ করেছে। সকলের সহযোগিতা ও অংশগ্রহনের জন্য আমরা সফলভাবে কার্য সম্পাদন করতে পেরেছি এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর তিনি সংগঠনের সাধারন সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদকে আজকের সভা পরিচালনা করার জন্য অনুরোধ করেন।
জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ সভাপতিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। বিগত এক বছরে আমাদের সকল প্রোগ্রামে কমিটির সকল বন্ধুদের সার্বিক সহযোগিতা, বন্ধুদের অংশগ্রহন ও সার্বিক সহযোগিতার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রথমেই সংগঠনের প্রথম কনভেনার কমিটির আহবায়ক জনাব হাবিবুর রহমান হান্নান সহ ঐ কমিটির সকল সদস্যদের স্মরণ করেন, প্রথম এক্সিকিউটিভ কমিটির সভাপতি জনাব আনোয়ার সোহেল, সাধারণ সম্পাদক জনাব মারুফ খান বিজয়কে স্মরণ করেন। দ্বিতীয় এক্সিকিউটিভ কমিটির সভাপতি জনাব রেজাউল মিরু, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে স্মরণ করেন। ৩য় এক্সিকিউটিভ কমিটির সভাপতি জনাব সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব এস.এম. রেজাউল করিমকে স্মরণ করেন। ৪র্থ এক্সিকিউটিভ কমিটির সভাপতি জনাব মনসুর আলম রকি, সাধারণ সম্পাদক জনাব রেজা করিমকে স্মরণ করেন। ৫ম এক্সিকিউটিভ কমিটির সভাপতি জনাব জাহিদ সাগর, সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক মোল্লা খোকনকে স্মরণ করেন। ৬ষ্ঠ এক্সিকিউটিভ কমিটির সভাপতি জনাব মিজানুর রহমান এফসিএ, সাধারণ সম্পাদক জনাব রহিমা আক্তার শিল্পিসহ সকল উপদেষ্টা, সম্পাদক, সদস্য এবং সংগঠনের প্রিয় বন্ধুদেরকে স্মরণ করেন। তিনি বলেন, ইতিমধ্যে আমাদের অনেক বন্ধুরা চলে গেছেন না ফেরার দেশে। এছাড়া সকলের প্রিয় মমিন ভাই গত ১৫ই আগষ্ট ২০২৪ তারিখে সন্ত্রাসি হামলায় গুরুতর আহত হন এবং পরে মৃত্যুবরন করেন। জনাব মমিন আমাদের বন্ধু দিপার হাজবেন্ড সে হিসেবে আমাদের দুলাভাই এবং আমাদের অনেকের শিক্ষক ছিলেন। মমিনভাই সহ যে সকল বন্ধুরা মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং সকল অসুস্থ্য বন্ধুদের রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চান। শুরুতে ৭ম সাধারণ সভার আলোচ্য সুচী অনুমোদনের জন্য উত্থাপন করেন।
সভার আলোচ্য সূচীঃ
০৭.০১। বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল।
০৭.০২। সংগঠনের জন্য পরিচালিত ব্যাংক হিসাব পরিচালনার জন্য স্বাক্ষরকারী পরিবর্তন।
০৭.০৩। ২০২৪-২০২৫ সালের নতুন কমিটি ঘোষনা, অনুমোদন ও দায়িত্ব হস্তান্তর।
০৭.০৪। বিবিধ।
সাধারণ সম্পাদক উল্লেখিত এজেন্ডা অনুযায়ী সভা পরিচালনার জন্য সকলের কাছে অনুমতি এবং এজেন্ডা অনুমোদনের জন্য আহবান জানালে উপস্থিত সবাই কন্ঠভোটে অনুমোদন দেয়া হয়।
সিদ্ধান্ত ঃ আলোচ্যসূচী অনুমোদন করা হলো।
সভার আলোচনা ও সিদ্ধান্ত সমূহঃ
আলোচ্য বিষয়
০৭.০১। বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল।
সংগঠনের সাধারণ সম্পাদম জনাব নাসির উদ্দিন মাহমুদ অর্থ বছর ২০২৩-২০২৪ এর আয়-ব্যয়ের নি¤েœাক্ত হিসাব উত্থাপন করেন-
Receipts |
13/10/2023 - Get Together'2023 =1,90,000/- (153) |
15/12/2023 - Fund for Sharif Mahmud =1,98,000/- (61) |
17/02/2024 - Annual Picnic'2024 =3,48,932/- (160) |
05/04/2024 - Ifter & Dua Mahfil'2024 =30,891/- (58) |
Total =7,68,023/- |
Payments |
13/10/2023 - Get Together'2023 =1,74,200/- |
15/12/2023 - Fund for Sharif Mahmud =1,98,000/- |
17/02/2024 - Annual Picnic'2024 =3,64,732/- |
05/04/2024 - Ifter & Dua Mahfil'2024 =30,891/- |
Total =7,68,023/- |
Cash in hand = 0/- |
Cash at Bank =73,317.32 |
সিদ্ধান্ত ০৭.০১ঃ
উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে অর্থ বছর ২০২৩-২০২৪ সালে অনুষ্ঠিত ৪টি প্রোগাম- গেট টুগেদার, বন্ধু চিকিৎসা সহায়তা ফান্ড, বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা এবং ইফতার পার্টি ও দোয়া এর আয়-ব্যয় হিসাব বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়।
আলোচ্য বিষয়
০৭.০২ ঃ সংগঠনের নামে ব্যাংক হিসাব এর স্বাক্ষরকারী পরিবর্তন
সাধারণ সম্পাদক বলেন, এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর নামে ব্যাংক এশিয়া, আলগা বাজার শাখা, নবাবগঞ্জ, ঢাকাতে একটি এসএনডি ব্যাংক হিসাব রয়েছে। সংগঠনের উদ্বৃত্ত অর্থ ও সকল ফান্ড এই ব্যাংক হিসাবে জমা আছে। নিয়ম অনুযায়ী নব-গঠিত প্রত্যেক কমিটি এই হিসাব পরিচালনা করবে। এজন্য ব্যাংকের স্বাক্ষরকারী পরিবর্তন করা প্রয়োজন। বর্তমানে বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক যথাক্রমে সভাপতি জনাব মিজানুর রহমান, এফ.সি.এ, সাধারণ সম্পদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ ও অর্থ সম্পাদক জনাব ইলিয়াস মুন্সি এর যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাবটি পরিচালিত হচ্ছে। নিয়ম অনুযায়ী বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হবে। তার এই প্রস্তাবে উপস্থিত সবাই একমত পোষন করেন।
সিদ্ধান্ত ০৭.০২ ঃ
এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর নামে ব্যাংক এশিয়া, আলগা বাজার শাখা, নবাবগঞ্জ, ঢাকাতে একটি এসএনডি ব্যাংক হিসাবটি নতুন কমিটির সভাপতি জনাব ইলিয়াস হোসেন মুন্সি, সাধারণ সম্পদক জনাব মোহাম্মাদ ইকবাল হোসেন ও অর্থ সম্পাদক জনাব কবিরুজ্জামান লাবু এর যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। ব্যাংক হিসাব পরিচালনার জন্য স্বাক্ষরকারী শীঘ্রই পরিবর্তনের পদক্ষেপ গ্রহন করা হবে।
আলোচ্য বিষয়
০৭.০৩ঃ ২০২৪-২০২৫ সালের নতুন কমিটি ঘোষনা, অনুমোদন ও দায়িত্ব হস্তান্তরঃ
উল্লেখিত বিষয়ে সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন মাহমুদ সভার সভাপতি জনাব মোঃ আবু সাইদ মোল্লাকে নতুন কমিটি ঘোষনার জন্য অনুরোধ করেন, জনাব আবু সাইদ মোল্লা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিগত এক বছর আমরা চেষ্টা করেছি সুন্দর ও সফল প্রোগ্রাম উপহার দেয়ার জন্য। কমিটির সকল উপদেষ্টা, সম্পাদক ও সদস্যদের সহযোগিতায় আমরা সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। তিনি বলেন, আজকে নতুন কমিটি ঘোষনা ও অনুমোদনের সাথে সাথে বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে যাবে এবং নবগঠিত কমিটি কার্যক্রম শুরু হবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর নতুন কমিটি তৈরী হবে এবং নতুন নেতৃত্ব আসবে। আমরা চাই নতুন নেতৃত্ব তৈরী হোক, নতুন নতুন প্রোগ্রাম আসুক। আজ আমরা শুধু বন্ধুত্বের বন্ধনে সীমাবদ্ধ নেই। এখন আমাদের প্রায় সকলেরই পরিবার, স্ত্রী-সন্তান রয়েছে। আমাদের সন্তানরা ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা আজ সবাই মিলে একটি পরিবার। বর্তমান ও বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক মিলে নতুন কমিটি তৈরী করার একটি রেওয়াজ রয়েছে। এ বছর নতুন কমিটি করতে গিয়ে আমরা অনেকের সাথেই যোগাযোগ করেছি। আগামী বছর যাতে আরও ভাল প্রোগ্রাম উপহার দিতে পারে এবং নতুন নেতৃত্ব তৈরী হয় সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ ও আমি অনেক বন্ধুদের সাথে আলাপের মাধ্যমে বিগত কমিটিগুলোর সভাপতি ও সাধারন সম্পাদকমন্ডলির সভায় একটি খসড়া কমিটি এবং একটিভ ও উৎসাহী আরো ১২জন সদস্যের একটি তালিকা উপস্থাপন করেছিলাম। প্রচলিত নিয়ম অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করে থাকে। আমরা বলেছিলাম এই উপদেষ্টা পদে নতুন কেউ সুযোগ পাবে তাই আমাদের দুজনের নাম প্রত্যাহার করে খসড়া তালিকা দিয়েছিলাম। আমাদের উপস্থাপিত খসড়া তালিকা নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকমন্ডলীর সভায় দীর্ঘসময় ধরে আলাপ-আলোচনা করে একটি চুড়ান্ত খসড়া কমিটি তৈরী করেছেন। আমি আগামী ২০২৪-২০২৫ সালের জন্য নতুন কমিটি উপস্থাপন করছিঃ
ক্রমিক নং নাম পদবী
০১. সভাপতি -ইলিয়াস মুন্সি
০২. সহ-সভাপতি -আশরাফুজ্জামান চৌধুরী বাদশা
০৩. সাধারণ সম্পাদক -মোহাম্মদ ইকবাল হোসেন
০৪. যুগ্ম সম্পাদক -নেয়ামুল হোসাইন
০৫. কোষাধ্যাক্ষ -মোঃ কবিরুজ্জামান লাবু
০৬. সাংগঠনিক সম্পাদক -আসাদুজ্জামান রানা
০৭. প্রচার ও প্রকাশনা সম্পাদক -মোঃ শরিফুল ইসলাম
০৮. দপ্তর সম্পাদক -মনোয়ার মজুমদার
০৯. সমাজ কল্যান সম্পাদক -মোঃ জুয়েল মিয়া
১০. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক -প্রশান্ত সাহা
১১. আন্তর্জাতিক সম্পাদক -সারোয়ার জাহান সোহেল
১২. কার্যকরি সদস্য -জাহাঙ্গীর আলম সাজু
১৩. কার্যকরি সদস্য -পরিমল চন্দ্র দাস
১৪. কার্যকরি সদস্য -মোহাম্মাদ সাইফুল ইসলাম
১৫. কার্যকরি সদস্য -রশীদ কামাল
১৬. উপদেষ্টা - মোঃ আবু সাইদ মোল্লা
১৭. উপদেষ্টা -মোঃ নাসির উদ্দিন মাহমুদ
১৮. উপদেষ্টা -মোঃ রেজাউল করিম
১৯. উপদেষ্টা -মোহাম্মদ সারোয়ার হোসাইন
পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করার পরে সভাপতি মহোদয় সকলের মতামত জানতে চান। এ কমিটির উপর কারও কোন আপত্তি বা মতামত থাকলে খোলামেলা আলোচনার জন্য সবাইকে আহবান করেন। এর পর পর্যায়ক্রমে বেশ কয়েকজন বন্ধু আলোচনায় অংশগ্রহন করেন। তারা সবাই নতুন ঘোষনাকৃত কমিটির সবাইকে স্বাগত জানান এবং সাফল্য কামনা করেন। সভাপতি জনাব আবু সাইদ মোল্লা অনুমোদিত নতুন কমিটিকে স্বাগত জানান। এ পর্যায়ে, সভাপতি আবু সাইদ মোল্লা ও সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ বিদায়ী কমিটির সবাইকে ক্রেষ্ট প্রদান করেন।
সাইদ
বিদায়ী কমিটির সভাপতি জনাব আবু সাইদ মোল্লা নতুন কমিটির সভাপতি জনাব ইলিয়াস মুন্সিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ নতুন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইকবাল হোসেনকে ফুলেল শুভ্চেছা দিয়ে বরণ করে নেন। এর মধ্য দিয়ে নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটলো এবং নব-গঠিত কমিটির সভাপতি জনাব ইলিয়াস হোসেন মুন্সি জনাব আবু সাইদ মোল্লাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় দেন এবং নব-গঠিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মাদ ইকবাল হোসেন জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির সবাইকে মঞ্চে ডেকে সবাইকে পরিচয় করিয়ে দেন।
এ পর্যায়ে জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ নতুন কমিটির নব-নির্বাচিত সভাপতি ও সাধরন সম্পাদককে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য এবং প্রতিক্রিয়া জানানোর জন্য আহবান করেন। প্রথমে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মাদ ইকবাল হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমাদের সংগঠটি আজ এক বিরাট প্লাটফর্ম হয়েছে। ইতিপূর্বে সকল কমিটির যোগ্য নেতৃত্ব ও কর্মকান্ডের জন্যই আজ আমরা এক প্লাটফর্মে একত্রিত হতে পেরেছি। সমাজ কল্যান অধিদপ্তর হতে নামের প্রাথমিক ছাড়পত্র পেয়েছি। আমাদের নিজেদের একটি ফেজবুক পেজ এবং একটি সুন্দর ওয়েবসাইট তৈরী হয়েছে যেখানে সকল বন্ধুদের তথ্য রয়েছে এমনকি বিগত ৫-৬ বছরের সকল প্রোগ্রামের ছবিসহ তথ্য রয়েছে। আমরা দুটি সেকশন মিলে ৭০০ বন্ধু ছিলাম, সেখান থেকে দেশ/বিদেশ মিলে মাত্র ২৫০ জনের মতো বন্ধুর নেটওয়ার্ক গঠন করতে পেরেছি। তবে আমাদের লক্ষ্য হবে সকল বন্ধুদেরকে খুজে বের করে এই প্লাটফর্মে যুক্ত করা। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আমাদের রেজিস্ট্রেশনকৃত বন্ধুদের সংখ্যা মাত্র ১১৬জন বাকী সকল বন্ধুদের রেজিষ্ট্রেশন ফরম পুরণ সহ রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা সকল বন্ধুদেও থেকে সংগ্রহ করে ফান্ড রেইজ করার চেষ্টা করা হবে। ওয়েব সাইটে অনেক বন্ধুদের তথ্য ভুল আছে। আমরা এই ওয়েবসাইট আপডেট করার চেষ্টা ও উদ্দ্যোগ গ্রহন করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।
এরপর নব-নির্বাচিত সভাপতি জনাব ইলিয়াস হোসেন মুন্সি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, একাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪-৯৫ এর ২০২৪-২০২৫ বছরের জন্য আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় অত্র সংগঠনের সকল বন্ধুদেরকে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যে আস্থা, বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছ সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকব। সংগঠনের কিছু গ্যাপস, লেপস সেটা পুরনে আমাদের কমিটি সচেষ্ট থাকব। আমাদের এ্যলামনাই এর অনেক বন্ধু অসুস্থ আছে এবং অনেকের জব নাই বলে শুনেছি সেই বিষয়েগুলো নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। একটি সংগঠন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মতে ৩ টি জিনিসের দরকার তা হলো অর্থ, শ্রম ও সময়। তার মধ্যে অর্থ কোন না কোন ভাবে ম্যানেজ করা যায় কিন্তু শ্রম ও সময় ম্যানেজ করা যায়না। তাই নতুন নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য বন্ধুদেরকে অবশ্যই শ্রম ও সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম বলেছেন একজন ভালো বন্ধু হাজারো আত্বীয়ের চেয়ে উত্তম। আমরা সেই ভালো বন্ধু হতে চাই। ভালো বন্ধু হওয়াার জন্য বন্ধুদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। সকল ভেদাভেদ ভুলে বন্ধুর জন্য বন্ধুর টানে কাজ করবো। সর্বশেষে আগামী গেট টুগেদারের অগ্রীম আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করেন।
সিদ্ধান্ত ঃ
২০২৪-২০২৫ সালের জন্য নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন, অনুমোদন করা হলো এবং দায়িত্ব হাস্তান্তর করা হলো।
আলোচ্য বিষয়ঃ
০৭.০৪। বিবিধ।
বিবিধ বিষয়ে পূর্বের সকল এক্সিকিউটিভ কমিটির উপস্থিত জনাব মোঃ আনোয়ার সোহেল, জনাব মারুফ খান বিজয়, জনাব রেজাউল মিরু, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জনাব সাইফুল ইসলাম, জনাব এস.এম রেজা করিম, জনাব রেজা করিম, জনাব জাহিদ সাগর, জনাব ওরম ফারুক মোল্লা খোকন, জনাব মিজানুর রহমান এফসিএ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তারা সবাই নতুন কমিটিকে স্বাগত জানান এবং শুভ কামনা জানান।
সবশেষে সংগঠনের নিজস্ব বন্ধুদের গান, কৌতুক ও আবৃতি পরিবেশন করা হয়। পরিবেশন করেন- জনাব শাহ সুলতান চৌধুরী শাহান শাহ, জনাব নাসির উদ্দিন মাহমুদ, জনাব রাশিদ কামাল, জনাব উইসুফ হোসেন সুজন প্রমুখ।
সবশেষে বিকেল ৪:৩০ এ সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
(মেঃ নাসির উদ্দিন মাহমুদ) (মোঃ আবু সাইদ মোল্লা)
সাধারণ সম্পাদক সভাপতি