6th AGM 2021-2022_06 August, 2022

একাউন্টিং এ্যালামনাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর ৬ষ্ঠ সাধারণ সভার
কার্য বিবরণী।

বিগত ৬ই আগষ্ট, ২০২২ রোজ শনিবার রাত ৯:০০ ঘটিকার ভার্চুয়্যালী তড়ড়স অঢ়ঢ় এর মাধ্যমে ৬ষ্ঠ সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মীর আবু জাহিদ শামছুদ্দীন সাগর সভাপতিত্ব করেন। ভার্চুয়্যালী মিটিংটি সঞ্চালনা করেন সহ-সভাপতি জনাব মিজানুর রহমান এফসিএ। এ মিটিংএ কার্যনির্বাহী কমিটি সহ সকল বন্ধুদের আমন্ত্রন করা হয়েছিল। অনলাইনভিত্তিক ভার্চুয়্যালী মিটিং-এ নি¤েœাক্ত সদস্যগণ তড়ড়স অঢ়ঢ় এর মাধ্যমে অংশগ্রহন করেনঃ
০১ মীর আবু জাহিদ শামছুদ্দীন সাগর সভাপতি
০২ মিজানুর রহমান (এফ.সি.এ) সহ-সভাপতি
০৩ ওমর ফারুর মোল্লা খোকন সাধারণ সম্পাদক
০৪ রহিমা আখতার শিল্পি যুগ্ম সম্পাদক
০৫ মোহাম্মদ সারোয়ার হোসাইন চিনি কোষাধ্যাক্ষ
০৬ মোঃ আবু সাঈদ মোল্লা সাংগঠনিক সম্পাদক
০৭ মোঃ নাসির উদ্দিন মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক
০৮ মোঃ গোলাম মোস্তফা দপ্তর সম্পাদক
০৯ মোঃ আখতারুজ্জামান ভুঞা সমাজ কল্যান সম্পাদক
১০ মোহাম্মদ আসলাম কবির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক
১১ মোঃ মিজানুর রহমান, ইউ এস এ আন্তর্জাতিক সম্পাদক
১২ ইলিয়াস হোসেন মুন্সি কার্যকরি সদস্য
১৩ কে.এম নিয়ামুল হোসেন কার্যকরি সদস্য
১৪ আসাদুজ্জামান রানা কার্যকরি সদস্য
১৫ মোঃ কবিরুজ্জামান লাবু কার্যকরি সদস্য
১৬. মোহাম্মদ মনসুর আহম্মদ রকি উপদেষ্টা
১৭. এমোহাম্মদ রেজাউল করিম রেজা উপদেষ্টা
১৮. মোহাম্মদ সোলায়মান হোসেন উপদেষ্টা
১৯. মোঃ আনোয়ার হোসেন রানা উপদেষ্টা
২০. মামুন সিরাজ সদস্য
২১. মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য
২২. এস.এম. রেজাউল করিম সদস্য
১৯. হাবিবুর রহমান শিকদার হান্নান সদস্য
২২. মোঃ জাহাঙ্গীর হোসেন সদস্য
২৩. মোঃ শহীদ মনোয়ার মজুমদার সদস্য
২৪. মোহাম্মদ ইকবাল হোসেন সদস্য
২৫. মোহাম্মদ মনির হোসেন সদস্য
২৬. প্রশান্ত কুমার সাহা সদস্য
২৭. মোহাম্মদ মনিরুজ্জামান সদস্য
২৮. মোহাম্মদ সোলায়মান হোসেন সদস্য
২৯. মোঃ আব্দুল্লাহ ইমরান সদস্য
৩২. পরিমল চন্দ্র ঘোষ সদস্য
৩৪. মিজানুর রহমান (হেপী মিজান) সদস্য

সভার আলোচ্য সূচীঃ
০১। বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল।
০২। নতুন কমিটি গঠন ও ঘোষনা।
০৩। সংগঠনের জন্য পরিচালিত ব্যাংক হিসাব পরিচালনার জন্য স্বাক্ষরকারী পরিবর্তন।
০৪। বিবিধ।

সভাপতি মহোদয় সভায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে স্বাধারণ সভার কার্যক্রম শুরু করেন। প্রথমে সভার আলোচ্য বিষয় অনুমোদন এবং এর বাইরে কোন আলোচ্য বিষয় থাকলে বিবিধ আলোচনার মধ্যে অন্তর্ভূক্ত করা যাবে বলে জানান। উপস্থিত সকলে আলোচ্য বিষয় মোতাবেক আলোচনা করার জন্য একমত পোষণ করেন।

সিদ্ধান্ত ঃ আলোচ্যসূচী অনুমোদন করা হলো।

সভার আলোচনা ও সিদ্ধান্ত সমূহঃ
আলোচ্য বিষয় (১)ঃ বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল-
সংস্থার সাধারন সম্পাদক জনাব ওমর ফারুর মোল্লা খোকন সভায় উপস্থিত সকল সম্মানিত ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন। বিগত এক বছর দায়িত্ব পালনে সকলের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন মহামারি করোনা পেনডামিক অবস্থা কাটিয়ে প্রথমে লায়ন্স ফাউন্ডেশন গত ২৯ অক্টোবর ২০২১ তারিখে গেট টুগেদার এর আয়োজন করা হয়, যেটা নতুন কমিটির প্রথম প্রোগ্রাম। কমিটির সকলের সহযোগিতা ও বন্ধুদের স্বতঃস্ফ্রত অংশগ্রহনে প্রোগ্রামটি ঝাকঝমকপূর্ণ ছিলো। গেট টুগেদার ২০২১ এর হিসাব বিবরণী, ইফতার পার্টি ২০২১, আমাদের প্রিয় বন্ধু শরীফ মোহাম্মদ এর দুরারোগ্য ক্যান্সার এর চিকিৎসার জন্য সংগৃহীত ফান্ড এবং বন্ধু মোঃ মুসফিকুর রহমান (উজ্জল)  এর হার্টের সার্জারীর জন্য সংগৃহীত ফান্ড এর হিসাব আলাধা বিবরণী কমিটির সকল সদস্যদের কাছে প্রেরণ করা হয়েছে। এছাড়া আমাদের সংগঠনের জন্য পরিচালিত ব্যাংক এশিয়ার আলগা বাজার শাখায় মোট ৬৯,২৫৪.৮৮ টাকা ব্যালেন্স আছে।   

সিদ্ধান্ত ঃ উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে উক্ত হিসাব বিবরণী অনুমোদন করা হয়।

আলোচ্য বিষয় (২)ঃ নতুন কমিটি গঠন ও ঘোষনা-
সভার সভাপতি মহোদয় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিগত এক বছর আমরা প্রতিকুলতার মধ্যে দায়িত্ব পালন করতে হয়েছে। কভিড-১৯ মহামারির কারনে আমরা ভেন্যূ নির্বাচন করেও সরকারী বিধি নিষেদের কারনে বাতিল করতে বাধ্য হয়েছি। এটা ছিলো আমাদের সকলের জন্য অত্যন্ত কষ্টের। এছাড়া বন্ধু শরীফ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত, তার চিকিৎসার জন্য আমরা একটি ফান্ড গঠন করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি, বন্ধু মুশফিকুর রহমান (উজ্জল) এর হার্টের সার্জারী করা হয়েছে, সেই সময় আমরা আরেকটি ফান্ড গঠন করে তার স্ত্রীর হাতে দিতে পেরেছি। বিগত এক বছরে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। আমরা ১৫সদস্যের কমিটি ও ৪ সদস্যের উপদেষ্টা পরিষদ একটি টিম হিসেবে বিগত এক বছর দায়িত্ব পালন করেছি। কমিটির সকল সদস্য অত্যন্ত পরিশ্রম ও আন্তরীকতার সাথে কাজ করেছে। আমরা একটি সুন্দর ও তথ্যবহুল ওয়েবসাইট তৈরী করেছি। এই ওয়েবসাইট তৈরীর দায়িত্ব ছিলো সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ এর। তিনি অত্যান্ত ধৈর্য্য ও অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে সুন্দর একটি ওয়েবসাইট তৈরী করেছেন। এই ওয়েবসাইট তৈরী করার ক্ষেত্রে অনেক বন্ধুরা তথ্য, ছবি ইত্যাদি সরবরাহ করে আমাদের সহযোগিতা করেছেন এজন্য সকল বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সকল কাজ করতে গিয়ে যদি কারো সাথে কোন অসৌজন্য আচরন হয়ে থাকে সেজন্য আমরা সকলের কাছে ক্ষমাপ্রার্থী। তিনি আরও বলেন, আমরা চাই নতুন নেতৃত্ব তৈরী হোক, নতুন নতুন প্রোগ্রাম আসুক। আজ আমরা শুধু বন্ধুত্বের বন্ধনে সীমাবদ্ধ নেই। এখন আমাদের প্রায় সকলেরই পরিবার, স্ত্রী-সন্তান রয়েছে। আমাদের সন্তানরা ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা আজ সবাই মিলে একটি পরিবার। বর্তমান ও বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক মিলে নতুন কমিটি তৈরী করার একটি রেওয়াজ রয়েছে। এ বছর নতুন কমিটি করতে গিয়ে আমরা অনেকের সাথেই যোগাযোগ করেছি। আগামী বছর যাতে আরও ভাল প্রোগ্রাম উপহার দিতে পারে এবং নতুন নেতৃত্ব তৈরী হয় সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমি আগামী ২০২২-২০২৩ সালের জন্য নতুন কমিটির নাম প্রস্তাব করছিঃ

০১. সভাপতি মিজানুর রহমান, এফ.সি.এ
০২. সহ-সভাপতি মোঃ আবু সাঈদ মোল্লা
০৩. সাধারণ সম্পাদক রহিমা আখতার শিল্পি
০৪. যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিন মাহমুদ
০৫. কোষাধ্যাক্ষ ইলিয়াস মুন্সি
০৬. সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সারোয়ার হোসাইন
০৭. প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন
০৮. দপ্তর সম্পাদক নেয়ামুল হোসাইন
০৯. সমাজ কল্যান সম্পাদক মোঃ কবিরুজ্জামান লাবু
১০. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক মোঃ শাহ সুলতাল চৌধুরী শাহান শাহ্
১১. আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ মোমেন
১২. কার্যকরি সদস্য মোঃ জুয়েল মিয়া
১৩. কার্যকরি সদস্য মোহাম্মদ সোলায়মান হোসেন
১৪. কার্যকরি সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান
১৫. কার্যকরি সদস্য মোহাম্মদ মনির হোসেন
১৬. উপদেষ্টা মীর আবু জাহিদ শামছুদ্দীন (সাগর)
১৭. উপদেষ্টা ওমর ফারুর মোল্লা (খোকন)
১৮. উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ ইমরান
১৯. উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম সবুজ

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করার পরে সভাপতি মহোদয় সকলের মতামত জানতে চান। এ কমিটির উপর কারও কোন আপত্তি বা মতামত থাকলে খোলামেলা আলোচনার জন্য সবাইকে আহবান করেন। এর পর পর্যায়ক্রমে বেশ কয়েকজন বন্ধু আলোচনায় অংশগ্রহন করেন। তারা সবাই নতুন ঘোষনাকৃত কমিটির সবাইকে স্বাগত জানান এবং সাফল্য কামনা করেন। 

এ পর্যায়ে, সভাপতি নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধরন সম্পাদককে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য আহবান করেন। নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব রহিমা আখতার শিল্পি সবাইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমাদের সংগঠটি আজ এক বিরাট প্লাটফর্ম হয়েছে। ইতিপূর্বে সকল কমিটির যোগ্য নেতৃত্ব ও কর্মকান্ডের জন্যই আজ আমরা এক প্লাটফর্মে একত্রিত হতে পেরেছি। সমাজ কল্যান অধিদপ্তর হতে নামের প্রাথমিক ছাড়পত্র পেয়েছি। আমাদের নিজেদের একটি ফেজবুক পেজ এবং একটি সুন্দর ওয়েবসাইট তৈরী হয়েছে যেখানে সকল বন্ধুদের তথ্য রয়েছে এমনকি বিগত ৫-৬ বছরের সকল প্রোগ্রামের ছবিসহ তথ্য রয়েছে। আমরা দুটি সেকশন মিলে ৭০০ বন্ধু ছিলাম, সেখান থেকে দেশ/বিদেশ মিলে মাত্র ২৫০ জনের মতো বন্ধুর নেটওয়ার্ক গঠন করতে পেরেছি। তবে আমাদের লক্ষ্য হবে সকল বন্ধুদেরকে খুজে বের করে এই প্লাটফর্মে যুক্ত করা। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 
 
নব-নির্বাচিত সভাপতি জনাব মিজানুর রহমান, এফ.সি.এ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি শুরুতেই আগামী বছরের কার্যক্রমের উপর তার কিছু আগ্রহের কথা সংক্ষেপে উল্লেখ করেন। তিনি সকল বন্ধুদের নিয়ে  বিগত বছরগুলোর মতো সুন্দর ও প্রানবন্ত প্রোগ্রাম উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যে সকল বন্ধুরা এখনও আমাদের সাথে যুক্ত হয়নাই তাদেরকে খুজে বের করতে হবে। পরবর্তী বার্ষিক বনভোজনে বন্ধু/বান্ধবী, ভাবি, ছেলে-মেয়ে সকলের জন্য টি-শার্ট তৈরীর কথা বলেন। এছাড়া আগামী বছরে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা ও সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।

সিদ্ধান্ত ঃ ২০২২-২০২৩ সালের জন্য নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করা হলো এবং সকলের সম্মতিতে এই কমিটি অনুমোদন করা হলো।

আলোচ্য বিষয় (৩)ঃ সংগঠনের নামে ব্যাংক হিসাব এর স্বাক্ষরকারী পরিবর্তন:-
এ পর্যায়ে বিদায়ী সভাপতি জনাব মীর আবু জাহিদ শামছুদ্দীন (সাগর) বলেন, এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর নামে ব্যাংক এশিয়া, আলগা বাজার শাখা, নবাবগঞ্জ, ঢাকাতে একটি এসএনডি ব্যাংক হিসাব রয়েছে। সংগঠনের উদ্বৃত্ত অর্থ ও সকল ফান্ড এই ব্যাংকে জমা আছে। নিয়ম অনুযায়ী নব-গঠিত প্রত্যেক কমিটি এই হিসাব পরিচালনা করবে। এজন্য ব্যাংকের স্বাক্ষরকারী পরিবর্তন করা প্রয়োজন। বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক এর নাম পরিবর্তন করে নতুন কমিটির সভাপতি জনাব মিজানুর রহমান, এফ.সি.এ, যুগ্ন সম্পদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ ও অর্থ সম্পাদক জনাব ইলিয়াস মুন্সি এর অন্তর্ভুক্ত করা যেতে পারে। তার এই প্রস্তাবে উপস্থিত সবাই একমত পোষন করেন।

সিদ্ধান্ত ঃ এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর নামে ব্যাংক এশিয়া, আলগা বাজার শাখা, নবাবগঞ্জ, ঢাকাতে একটি এসএনডি ব্যাংক হিসাবটি নতুন কমিটির সভাপতি জনাব মিজানুর রহমান, এফ.সি.এ, যুগ্ন সম্পদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ ও অর্থ সম্পাদক জনাব ইলিয়াস মুন্সি যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। 

আর কোন আলোচনার বিষয় না থাকায় সভার সভাপতি মিটিং এর সমাপ্তি ঘোষনা করেন।


 
ওমর ফারুর মোল্লা (খোকন)                                                                       মীর আবু জাহিদ শামছুদ্দীন (সাগর)
    সাধারণ সম্পাদক                                                                                                     সভাপতি