নোটিশ> এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১৯৯৪-৯৫ এর কার্যকমিটি ২০২৩-২০২৪ এর ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬শে জুলাই, ২০২৪, রোজ-শুক্রবার অনুষ্ঠিত হবে।

‼️নোটিশ
আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা,
✅একাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর "বার্ষিক সাধারণ সভা" আগামী ২৬শে জুলাই, ২০২৪, রোজ-শুক্রবার সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।
????️ভ্যেনূঃ পানশী রেস্টুরেন্ট, কলাবাগান।
????রোড নং- ১০, সেক্টর-৫, ধানমন্ডি, ঢাকা। (ধানমন্ডি লেকের পাশে)।
????রেজিস্ট্রেশন ফি: ৫০০/- টাকা মাত্র, যা প্রোগ্রামের দিন ভ্যেনুতে সংগ্রহ করা হবে।
????সকল বন্ধুদের উক্ত মিটিং-এ অংশগ্রহন করার জন্য অনুরোধ করা হলো। এই প্রোগ্রামে যারা আসবে তাদের উপস্থিতি আগামী ২৩শে জুলাই, ২০২৪ তারিখের মধ্যে কনফার্ম করলেই হবে, কারণ ২৪শে জুলাই ভ্যেনু কর্তৃপক্ষকে অংশগ্রহণ কারী বন্ধুদের সংখ্যা জানাতে হবে, সে অনুযায়ী দুপুরের খাবার রান্না হবে।
????সাধারণ সভার প্রোগ্রামটি ২টি পর্বে ভাগ করা হয়েছে।
✅সভার প্রথম পর্ব -
সকাল ১০:০০টা থেকে ১:০০টা পর্যন্ত।
☘️এজেন্ডাসমুহঃ
????১) ২০২৩-২০২৪ সালের সমাপ্ত বছরের জন্য ৩টি প্রোগ্রাম (১.বার্ষিক গেট-টুগেদার ২০২৩, ২.বার্ষিক বনভোন ২০২৪, ৩.ইফতার পার্টি ২০২৪) এর প্রাপ্তি এবং প্রদান হিসাব বিবরণী উপস্থাপন ও অনুমোদন;
????২) ২০২৪-২০২৫ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা;
????৩) বিবিধ বিষয় নিয়ে আলোচনা (যদি থাকে)।
????️১:০০ টা থেকে ২:৩০ টা পর্যন্ত নামাজ ও লাঞ্চ বিরতী।
লাঞ্চে খাবারের মেন্যূ-
১) প্লেন পোলাও
২) চিকেন রোষ্ট
৩) বিফ/মাটন রেজালা
৪) মিক্সড সালাদ
৫) বোরহানী
৬) ফিরণী
৭) পানি।
✅সভার দ্বিতীয় পর্ব -
বেলা ২:৩০ টা থেকে ৩:৩০ পর্যন্ত।
☘️বিষয়ঃ
???? ১) ২:৩০ পুরাতন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের সংক্ষিপ্ত বক্তব্য ও কমিটির সবাইকে ক্রেষ্ট প্রদান।
???? ২) ৩:০০ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্য ও নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেয়া।
???? ৩) ৩:৩০ - ৪:৩০ নিজস্ব শিল্পি/ বন্ধুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
???? ৪) ৪:৩০ সমাপনী বক্তৃতা।
????সবশেষে ফটোশেসন।
বিনীত নিবেদক,
কার্যনির্বাহী কমিটি ২০২৩-২০২৪