গত ৫ই এপ্রিল, ২০২৪ তারিখে ”আদ্ব-দীন উইমেন্স মেডিকেল কলেজ অডিটরিয়াম-এ অনুষ্ঠিত হলো ইফতার পার্টি ও দোয়া মাহফিল-২০২৪।

গত ৫ই এপ্রিল, ২০২৪ তারিখে ”আদ্ব-দীন উইমেন্স মেডিকেল কলেজ অডিটরিয়াম-এ অনুষ্ঠিত হলো ইফতার পার্টি ও দোয়া মাহফিল-২০২৪। সংগঠনের ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক জনাব শাহ্ সুলতান চৌধুরী শাহান শাহ পুরো প্রোগ্রামটি সঞ্চালনা করেন এবং পুরো অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও রেজিষ্ট্রেশন কার্যক্রম এর দায়িত্বে ছিলো, সংগঠনের কার্যকরি সদস্য জনাব মনোয়ার হোসেন মজুমদার।

শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত ও তর্জমা করেন রশিদ কামাল। সভাপতি জনাব আবু সাইদ মোল্লা স্বাগত বক্তব্য দেন। সংক্তিপ্ত সময়ের নোটিশে আগত বন্ধুদের শুভেচ্ছা ও স্বগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর সংগঠনের সাধারন সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ বলেন, এই পরন্ত বিকেলে শেষ রমজানে ক্লান্ত শরীরে দূর দূরন্ত থেকে বন্ধুদের ডাকে সাড়া দিয়ে তোমরা চলে এসেছো এটা আমার পরম পাওয়া। তোমরা তোমাদের প্রিয় পরিবারের সাথে ইফতার না করে আমাদের সাথে ইফতার করার জন্য এসেছো আমাদের সম্মানিত করেছো, আমরা কমিটির সবাই অত্যন্ত আনন্দিত। বিগত প্রায় এক বছর ধরে আমরা কাজ করছি শুধু বন্ধুদের বন্ধন অটুট রাখার জন্য এবং সকল বন্ধুদের সাথে আড্ডা - আনন্দ ও একসাথে সুখ-দুখ ভাগাভাগি করে এক সাথে থাকার জন্য। তিনি আরও বলেন, ”সবচেয়ে মজার বিষয় হলো, সনাতন ধর্মের বেশ কিছু বন্ধুরাও চলে এসেছে এই পবিত্র ইফতার পার্টিতে। এতেই বোঝা যায় বন্ধুত্বের মাঝে কোন ধর্ম, বর্ণ, গোত্র বাধা হতে পারেনা। আমরা সবাই বন্ধু। আমাদের বন্ধুত্বের বন্ধর চীর অটুট থাকুক”। এরপর উপস্থিত বন্ধুদের মধ্যে থেকে- হাবিবুর রহমান হান্নান, জাহাঙ্গীর হোসেন, ফিরোজ মাহবুব, আব্দুল জাব্বার, সারোয়ার হোসেন, জুয়েল মিয়া, হুমায়ুন কবির মজুমদার(মনি), আসাদুজ্জামন, মামুন সিরাজ, রফিকুল ইসলাম শাহীন, আফসার হোসেন, নাসির উদ্দিন, ফরহাদ আলম, প্রশান্ত কুমার, আক্তার ভুইয়া, আনোয়ার সোহেল, ফিরোজ আলম বাবু, তাহেরী কাজল, সুজন, শরীফ মাহমুদ, দিপঙ্কর দত্ত, এসিএস, হেলাল উদ্দিন বক্তব্য রাখেন। উপস্থিত সকল বন্ধুরা এতো চমৎকার ভ্যেনু নির্বাচন করার জন্য সভাপতি ও সাধারন সম্পাদককে ধন্যবাদ জানান। বন্ধু আফসার উদ্দিন এর মেয়ে হামদ্ ও নাত পরিবেশন করে। এছাড়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোলায়মান হোসেন (দাদু)। দোয়া ও মোনাজাতে, সংগঠনের সকল বন্ধু ও পরেবারের রোগমুক্তি ও নিরাপদ জীবনের 
জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। বাংলাদেশের সকল নাগরীকদের জন্য দোয়া করা হয়। এছাড়া ফিলিস্তিন সহ পৃথিবীর সকল নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। 

সবশেষে, উপস্থিত প্রায় ৭১জন একসাথে ইফতার করা হয়। ইফতার ও মাগরিবের সালাত শেষে অনেকে বলেন, বন্ধুদের জন্য এতো সুন্দর ইফতার আয়োজন ইতিপূর্বে কখনও করা হয়নি।