3rd AGM 2020-2021_11 June, 2021

একাউন্টিং এ্যালামনাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর ৫ম সাধারণ সভার

কার্য বিবরণী।

বিগত ১১ই জুন, ২০২১ রোজ শুক্রবার রাত ৯:০০ ঘটিকার ভার্চুয়্যালী Zoom Apps এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আহম্মদ রকি সভাপতিত্ব করেন। উক্ত ভার্চুয়্যালী মিটিংটি সঞ্চালনা করেন মিজানুর রহমান এফসিএ। এ মিটিংএ কার্যনির্বাহী কমিটি সহ সকল বন্ধুদের আমন্ত্রন করা হয়েছিল। অনলাইনভিত্তিক ভার্চুয়্যালী মিটিং-এ নি¤েœাক্ত সদস্যগণ অংশগ্রহন করেনঃ

০১ মোহাম্মদ মনসুর আহম্মদ রকি সভাপতি

০২ মীর আবু জাহিদ শামছুদ্দীন সাগর সহ-সভাপতি

০৩ মোহাম্মদ রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক

০৪ ওমর ফারুর মোল্লা খোকন সহ-সাধারণ সম্পাদক

০৫ মিজানুর রহমান (এফ.সি.এ) কোষাধ্যাক্ষ

০৬ রহিমা আখতার শিল্পি সাংগঠনিক সম্পাদক

০৭ মোহাম্মদ সারোয়ার হোসাইন চিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক

০৮ মোঃ নাসির উদ্দিন মাহমুদ দপ্তর সম্পাদক

০৯ মোঃ আবু সাঈদ মোল্লা সমাজ কল্যান সম্পাদক

১০ মোহাম্মদ আসলাম কবির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক

১১ মোঃ আখতারুজ্জামান ভুঞা আন্তর্জাতিক সম্পাদক

১২ মোহাম্মদ আনিসুর রহমান কার্যকরি সদস্য

১৩ মোঃ জুয়েল মিয়া কার্যকরি সদস্য

১৪ মুহাম্মদ আব্দুল লতিফ শেখ কার্যকরি সদস্য

১৫ মোঃ কবিরুজ্জামান লাবু কার্যকরি সদস্য

২১. মোহাম্মদ সাইফুল ইসলাম উপদেষ্টা

২০. এস.এম. রেজাউল করিম উপদেষ্টা

১৬. মামুন সিরাজ উপদেষ্টা

১৭. আশরাফুজ্জামান বাদশা উপদেষ্টা

১৮. মোঃ আনোয়ার হোসেন সদস্য

সভার আলোচ্য সূচীঃ

০১। বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল।

০২। নতুন কমিটি গঠন ও ঘোষনা।

০৩। সংস্থার নিবন্ধন সংক্রান্ত আলোচনা।

০৪। বিবিধ।

সভাপতি মহোদয় সভায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে স্বাধারণ সভার কার্যক্রম শুরু করেন। প্রথমে সভার আলোচ্য বিষয় অনুমোদন এবং এর বাইরে কোন আলোচ্য বিষয় থাকলে বিবিধ আলোচনার মধ্যে অন্তর্ভূক্ত করা যাবে বলে জানান। উপস্থিত সকলে আলোচ্য বিষয় মোতাবেক আলোচনা করার জন্য একমত পোষণ করেন।

সিদ্ধান্ত ঃ আলোচ্যসূচী অনুমোদন করা হলো।

সভার আলোচনা ও সিদ্ধান্ত সমূহঃ

আলোচ্য বিষয় (১)ঃ বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল-

সংস্থার সাধারন সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিম সভায় উপস্থিত সকল সম্মানিত ব্যক্তি বর্গকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন। বিগত এক বছর দায়িত্ব পালনে সকলের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন মহামারি করোনা পেনডামিক অবস্থার মধ্যে প্রথমে বসুন্ধরা রিভারভিউতে গত ৩০ অক্টোবর ২০২০ তারিখে গেট টুগেদার এর আয়োজন করা হয়, যেটা নতুন কমিটির প্রথম প্রোগ্রাম। কমিটির সকলের সহযোগিতা ও বন্ধুদের স্বতঃস্ফ্রত অংশগ্রহনে প্রোগ্রামটি ছিল এযাবৎ কালের সর্বোচ্চ সংখ্যক ১১৬ জন বন্ধু/বান্ধবীদের উপস্থিতিতে সারাদিনব্যাপী আনন্দ উপভোগ করা। 

গত ২৩শে জানুয়ারী ২০২১ তারিখে আরেকটি ভার্চয়াল মিটিং আয়োজন করা হয়। উক্ত মিটিং-এ করোনাকালীন সকল বন্ধুদের সর্ববিষয়ে খোজ খবর নেয়া হয়। আমাদের সংগঠনের নিবন্ধন এবং সংগঠনের নাম চুড়ান্তকরণ নিয়ে মতবিনিময় করা হয় এবং সর্বশেষ বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত হয়। সেই ভার্চয়াল মিটিং-এ সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের ”এ্যাকাউন্টিং এ্যালামনাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫” এই নাম চুড়ান্ত করা হয় এবং ৫ই মার্চ ২০২১ তারিখে পূর্বাচল পন্ডস্ গার্ডেন-এ স্ব-পরিবারে বনভোজন আয়োজনের সীদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় গত ৫ই মার্চ ২০২১ তারিখে পূর্বাচল পন্ডস গার্ডেনে আমরা ৬ষ্ঠতম বার্ষিক বনভোজন আয়োজন করি। এই বনভোজনটি ছিল এযাবৎ কালের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি। বন্ধু সংখ্যা ছিল ১২১জন, বান্ধবী সংখ্যা ছিল ৮জন, ভাবীবন্ধু ছিল ৫১জন, সোনামনিরা ছিল ৯৭জন ও ড্রাইভার ছিল ১৪জন সহ মোট ২৯১জন উপস্থিত ছিল।

সিদ্ধান্ত ঃ গেট টুগেদার, বার্ষিক বনভোজন, কভিড-১৯ ফান্ড ও সমাজ কল্যান অধিদপ্তরে রেজিষ্ট্রেশন ফি বাবদ খরচ সকলের সম্মতিতে অনুমোদন করা হয় এবং রেজিষ্ট্রেশন কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য বর্তমান কমিটির সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব দেয়া হয়। 

আলোচ্য বিষয় (২)ঃ নতুন কমিটি গঠন ও ঘোষনা -

সভার সভাপতি মহোদয় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিগত এক বছর আমরা অত্যন্ত প্রতিকুলতার মধ্যে দায়িত্ব পালন করতে হয়েছে। কভিড-১৯ মহামারির কারনে আমরা ইফতার পার্টি করতে পারিনাই। গত এক বছরে আমাদের অনেক বন্ধু করোনা রোগে আক্রান্ত হয়েছে। বিশেষ করে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুলতান মহিউদ্দিন-এফসিএ, মোঃ আখতার ভুইয়া, আবু সাঈদ মোল্লাহ, সারোয়ার হোসাইন, ওমর ফারুক মোল্লাহ খোকন সহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছিল। মহান আল্লাহর রহমতে তারা সুস্থ্য হয়েছে। এছাড়া বন্ধু শরীফ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত, আমরা তার দ্রæত সুস্থতা কামনা করছি। অন্যান্য কমিটির মতো আমাদের সময়টা স্বাভাবিক ছিল না। তারপরেও যতটুকু করতে পেরেছি এর সকল কৃতীত্ব/সফলতা বন্ধুদের আর ভুলত্রæটি/ব্যর্থতাটুকু আমাদের। গত এক বছরে দায়িত্ব পালক করতে গিয়ে বন্ধুদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে হয়েছে। কাজ করতে গিয়ে যদি কারো সাথে কোন অসৌজন্য আচরন হয়ে থাকে সেজন্য আমরা সকলের কাছে ক্ষমাপ্রার্থী। তিনি আরও বলেন, আমরা চাই নতুন নেতৃত্ব তৈরী হোক, নতুন নতুন প্রোগ্রাম আসুক। আজ আমরা শুধু বন্ধুত্বের বন্ধনে সীমাবদ্ধ নেই। এখন আমাদের প্রায় সকলেরই পরিবার, স্ত্রী-সন্তান রয়েছে। আমাদের সন্তানরা ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা আজ সবাই মিলে একটি পরিবার। বর্তমান ও বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক মিলে নতুন কমিটি তৈরী করার একটি রেওয়াজ রয়েছে। এ বছর নতুন কমিটি করতে গেয়ে আমরা অনেকের সাথেই যোগাযোগ করেছি। আগামী বছর যাতে আরও ভাল প্রোগ্রাম উপহার দিতে পারে এবং নতুন নেতৃত্ব তৈরী হয় সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমি আগামী ২০২১-২০২২ সালের জন্য নতুন কমিটির নাম প্রস্তাব করছিঃ

০১. সভাপতি ঃ মীর আবু জাহিদ শামছুদ্দীন (সাগর)

০২. সাধারণ সম্পাদক ঃ ওমর ফারুর মোল্লা (খোকন)

০৩. সহ-সভাপতি ঃ মিজানুর রহমান, এফ.সি.এ

০৪. সহ-সাধারণ সম্পাদক ঃ রহিমা আখতার

০৫. কোষাধ্যাক্ষ ঃ মোহাম্মদ সারোয়ার হোসাইন

০৬. সাংগঠনিক সম্পাদক ঃ মোঃ আবু সাঈদ মোল্লা

০৭. প্রচার ও প্রকাশনা সম্পাদক ঃ মোঃ নাসির উদ্দিন মাহমুদ

০৮. দপ্তর সম্পাদক ঃ গোলাম মোস্তফা

০৯. সমাজ কল্যান সম্পাদক ঃ মোঃ আখতারুজ্জামান ভুঞা

১০. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক ঃ মোহাম্মদ আসলাম কবির

১১. আন্তর্জাতিক সম্পাদক ঃ মোঃ মিজানুর রহমান (ইউএসএ)

১২. সদস্য ঃ মোঃ আসাদুজ্জামান রানা

১৩. সদস্য ঃ নেয়ামুল হোসাইন

১৪. সদস্য ঃ ইলিয়াস মুন্সি

১৫. সদস্য ঃ কবিরুজ্জামান লাবু

১৬. উপদেষ্টা ঃ মোহাম্মদ মনসুর আহম্মদ রকি

১৭. উপদেষ্টা ঃ মোহাম্মদ রেজাউল করিম

১৮. উপদেষ্টা ঃ মোঃ আনোয়ার রানা

১৯. উপদেষ্টা ঃ মোহাম্মাদ সোলায়মান হোসেন

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করার পরে সভাপতি মহোদয় সকলের মতামত জানতে চান। এ কমিটির উপর কারও কোন আপত্তি বা মতামত থাকলে খোলামেলা আলোচনার জন্য সবাইকে আহবান করেন। এর পর পর্যায়ক্রমে বেশ কয়েকজন বন্ধু আলোচনায় অংশগ্রহন করেন। তারা সবাই নতুন ঘোষনাকৃত কমিটির সবাইকে স্বাগত জানান এবং সাফল্য কামনা করেন। 

এ পর্যায়ে, সভাপতি নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধরন সম্পাদককে কিছু বলার জন্য আহবান করেন। নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক মোল্লাহ, সবাইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমাদের সংগঠটি আজ এক বিরাট প্লাটফর্ম হয়েছে। সমাজ কল্যান অধিদপ্তর হতে নামের প্রাথমিক ছাড়পত্র পেয়েছি। ইতিপূর্বে সকল কমিটির যোগ্য নেতৃত্ব ও কর্মকান্ডের জন্যই আজ আমরা অনেকেই এক প্লাটফর্মে একত্রিত হতে পেরেছি। আমরা দুটি সেকশন মিলে ৭০০ বন্ধু ছিলাম, সেখান থেকে দেশ/বিদেশ মিলে মাত্র ২৫০ জনের মতো বন্ধুর নেটওয়ার্ক গঠন করতে পেরেছি। তবে আমাদের লক্ষ্য হবে সকল বন্ধুদেরকে খুজে বের করে এই প্লাটফর্মে যুক্ত করা। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

নব-নির্বাচিত সভাপতি জনাব মীর আবু জাহিদ শামছুদ্দীন (সাগর) উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি শুরুতেই আগামী বছরের কার্যক্রমের উপর তার কিছু আগ্রহের কথা সংক্ষেপে উল্লেখ করেন। তিনি সকল বন্ধুদের নিয়ে সুন্দর একটি ম্যাগাজিন তৈরী করার কথা উল্লেখ করেন। পরবর্তী বার্ষিক বনভোজনে বন্ধু/বান্ধবী, ভাবি, ছেলে-মেয়ে সকলের জন্য টি-শার্ট তৈরীর কথা বলেন। তিনি ত্রি-এফ (ফান্ড ফর ফ্রেন্ডস্) গঠন করার আগ্রহের কথা উল্লেখ করেন। এছাড়া আগামী বছরে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা ও সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।

আর কোন আলোচনার বিষয় না থাকায় সভার সভাপতি মিটিং এর সমাপ্তি ঘোষনা করেন।

(মোহাম্মদ রেজাউল করিম রেজা)              (মোহাম্মদ মনসুর আহম্মদ রকি)

        সদস্য সচিব                                      সভাপতি