1st AGM 2017-2018_03 JUNE, 2017

একাউন্টিং এ্যালামনাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর ১ম  সাধারণ সভার

কার্য বিবরণী।

 

বিগত ৩রা জুন, ২০১৭ রোজ শনিবার বিকাল ৪:০০ ঘটিকার শান্তিনগর (বন্ধু আনোয়ার সোহেল এর বাসা) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোহাম্মদ হান্নান সভাপতিত্ব করেন। এ মিটিংএ  সকল বন্ধুদের আমন্ত্রন জানানো হয়েছিল। উক্ত মিটিং-এ কনভেনার কমিটির নি¤েœাক্ত সদস্যগণ অংশগ্রহন করেনঃ

ক্রমিক নং     নাম                                                             পদবী

০১     Habibur Rahman Hannan                                     আহবায়ক

০২      Asadujjaman Rana                                              সদস্য সচীব

০৩     Mohammad Aslam Kabir                                       সদস্য

০৪     Md. Rezaul Alam (Miru)                                         সদস্য

০৫     Mohammad Anwar Hossain                                  সদস্য

০৬     Md. Yousuf Hossain Sujon                                   সদস্য

০৭      Mohammad Saiful Islam                                      সদস্য

০৮    S. M. Rezaul Karim                                               সদস্য

০৯     Proshanta Kumar Saha                                        সদস্য

১০     Md. Akhteruzzan Bhuiyan                                    সদস্য

১১      Ramdas Howlader Shipu                                    সদস্য

১২      Mezanoor Rahman, FCA                                     সদস্য

১৩     Mohammad Moniruzzaman                                সদস্য

 

সভার আলোচ্য সূচীঃ

০১।   বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল।

০২।    সংস্থার নামে তৈরীকৃত গঠনতন্ত্র প্রনয়ন ও ঘোষনা।

০৩।   নতুন কমিটি গঠন ও ঘোষনা।

০৪।   বিবিধ।

 

আহবায়ক জনাব হাবিবুর রহমান হান্নান সভায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে স্বাধারণ সভার কার্যক্রম শুরু করেন। প্রথমে সভার আলোচ্য বিষয় অনুমোদন এবং এর বাইরে কোন আলোচ্য বিষয় থাকলে বিবিধ আলোচনার মধ্যে অন্তর্ভূক্ত করা যাবে বলে জানান। উপস্থিত সকলে আলোচ্য বিষয় মোতাবেক আলোচনা করার জন্য একমত পোষণ করেন।

 

সিদ্ধান্ত ঃ আলোচ্যসূচী অনুমোদন করা হলো।

 

সভার আলোচনা ও সিদ্ধান্ত সমূহঃ

আলোচ্য বিষয় (১)ঃ বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল ও খরচ অনুমোদন-

সংস্থার সদস্য সচীব জনাব আসাদুজ্জামান রানা সভায় উপস্থিত সকল সম্মানিত ব্যক্তি বর্গকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন। বিগত এক বছর দায়িত্ব পালনে সকলের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন এটি ছিল প্রথম আহবায়ক কমিটি। এই কিিমটি গঠনের প্রাক্কালে আমাকে একটি গঠনতন্ত্র প্রনয়নের গুরু দায়িত্ব দেয়া হয়। গত ১৭ইফেব্রæয়ারী ২০১৭ তারিখে নবাবগঞ্জের, কলাকোপার আনসার একডেমিতে আমরা বনভোজন ও পারিবারিক মিলনমেলার আয়োজন করেছি। উক্ত বনভোজনের আমাদের বন্ধুরা অংশগ্রহন করেছে। সকলের অংশগ্রহনে সুন্দর একটি প্রোগ্রাম সফল করতে পেরেছি। উক্ত বনভোজনে বন্ধুরা যে চাদা প্রদান করেছে তা দিয়েই আমাদের খরচ নির্বাহ করা হয়েছে। উক্ত খরচের অনুমোদন দেয়া প্রয়োজন। কমিটির কাছে আমি প্রস্তাব রাখছি বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা-২০১৭ উপলক্ষে বন্ধুরা যে চাঁদা দিয়েছে সেই চাঁদার টাকা দিয়েই আমাদের প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। এই খরচের অনুমোদন প্রদান করা যেতে পারে।

 

সিদ্ধান্ত ঃ বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা-২০১৭ এর খরচ সকলের সম্মতিতে অনুমোদন করা হয়।

 

আলোচ্য বিষয় (২)ঃ সংস্থার নামে তৈরীকৃত গঠনতন্ত্র উপস্থাপন এবং অনুমোদন -

সংস্থার সদস্য সচীব জনাব আসাদুজ্জামান রানা জানায় এই কিিমটি গঠনের প্রাক্কালে আমাকে একটি গঠনতন্ত্র প্রনয়নের গুরু দায়িত্ব দেয়া হয়। গত একবছরে গঠনতন্ত্র তৈরী করার পরে আমাদের আহবায়ক কমিটির বন্ধুদের সাথে একাধিকবার বৈঠক করে সংশোধন ও সংযোজন করে আমরা একটি গঠনতন্ত্র প্রনয়ন করতে পেরেছি। আমাদের কমিটির নাম হবে এ্যাকাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫। এই গঠনতন্ত্রে মোট ১১টি অনুচ্ছেদ ও ২৬টি ধারা আছে।

 

এমতবস্থায়, আহবায়ক জনাব হাবিবুর রহমান হান্œান উক্ত ১১টি অনুচ্ছেদ ও ২৬টি ধারা একে একে সকলের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করেন এবং এ বিষয়ে সকলের মতামত ব্যক্ত করার জন্য আহবান জানায়। এরপর জনাব আসাদুজ্জামান রানা উক্ত গঠনতন্ত্রের অনুচ্ছেদ ও ধারাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এই আলোচনায় অনেকেই তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। জনাব আসাদজ্জামান রানা জানান, উপস্থিত সদস্যদের কাছে প্রস্তাব রাখছি এই গঠনতন্ত্র অনুমোদন এবং কার্যকর করার জন্য উপস্থাপন করা হলো

 

সিদ্ধান্ত ঃ এ্যাকাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর জন্য তৈরীকৃত গঠনতন্ত্র সকলের সম্মতিতে অনুমোদন এবং আজ ৩রা জুন, ২০১৭ তারিখ থেকে কার্যকর বলে গন্য হলো।

 

আলোচ্য বিষয় (৩)ঃ নতুন কমিটি গঠন ও ঘোষনা -

সভার আহবায়ক জনাব হাবিবুর রহমান হান্নান জানান নতুন গঠনতন্ত্র অনুযায়ী আগামী বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা প্রয়োজন। এখন থেকে প্রতি বছর সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং নতুন কমিটি গঠন করা হবে যাতে আরও ভাল প্রোগ্রাম উপহার দিতে পারে এবং নতুন নেতৃত্ব তৈরী হয়। আমি আগামী ২০১৭-২০১৮ সালের জন্য নতুন কমিটির নাম প্রস্তাব করছিঃ

 

  1. President                                                   Mohammad Anwar Hossain
  2. Vice-President                                           Rezaul Alam (Miru)
  3. General Secretary                                     Maruf Hossain Khan Bijoy
  4. Joint Secretary                                          Mohammad Jahangir Hossain
  5. Finance Secratary                                     Mohammad Saiful Islam
  6. Publicity & Publication Sectetary              M. Rezaul Karim
  7. Office Secretary                                        Ramdas Howlader Shipu
  8. Executive Member                                    Mir Abu Zahid Shamsuddin
  9. Executive Member                                    Md Monsur Ahmed Rocky
  10. Executive Member                                    Proshanta Kumar Saha
  11. Adviser                                                      Asadujjaman Rana
  12. Adviser                                                      Akhteruzzan Bhuiyan
  13. Adviser                                                      Mohammad Aslam Kabir

 

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করার পরে সভাপতি মহোদয় সকলের মতামত জানতে চান। এ কমিটির উপর কারও কোন আপত্তি বা মতামত থাকলে খোলামেলা আলোচনার জন্য সবাইকে আহবান করেন। এই কমিটি নিয়ে কারো কোন আপত্তি নেই।

 

সিদ্ধান্ত ঃ এ্যাকাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর ২০১৭-২০১৮ এর জন্য ঘোষিত কমিটি সকলের সম্মতিতে অনুমোদন হলো।

 

আর কোন আলোচনার বিষয় না থাকায় সভার সভাপতি মিটিং এর সমাপ্তি ঘোষনা করেন।

 

(হাবিবুর রহমান হান্নান)                                                          (এ্যাডভোকেট আসাদুজ্জামান রানা)

       আহবায়ক                                                                               সদস্য সচিব