থ্রোড ক্যানসারে আক্রান্ত বন্ধু শরীফ মোহাম্মদ এর জন্য গঠিত চিকিৎসার জন্য বন্ধু চিকিৎসা ফান্ডে গঠন করা হয়েছে, সবাইকে উক্ত ফান্ডে অনুদান করার জন্য আহবান।

প্রিয় বন্ধুরা,

ইতিমধ্যে তোমরা নিশ্চয় অবগত হয়েছো যে, আমাদের সকলের প্রিয় বন্ধু শরীফ মোহাম্মদ দুরারোগ্য ”থ্রোড ক্যান্সার” রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আছে। ইতিম্যে তাকে রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেয়া হয়ছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের "টাটা মেমেরিয়াল হসপিটাল, মোম্বাই"এ নেয়া হচ্ছে। তোমরা জানো, এটি অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। তার পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। এজন্য বন্ধু শরীফ মোহাম্মদ আমাদের সকল বন্ধুদের কাছে দোয়া চেয়েছেন এবং আর্থিক সাহায্যের কথা বলেছেন। তার এই মহাবিপদের দিনে সকল বন্ধুরা তার পাশে থাকতে চাই।

এমতবস্থায়, এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর সকল বন্ধুদের কাছে বিনীত অনুরোধ করছি, প্রিয় বন্ধুর এই কঠিন বিপদে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসি, এবং মহান আল্লাহর দরবারে তার সুস্থ্যতার জন্য দোয়া করি।

আর্থিক সাহায্যের জন্য সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক মোল্লা খোকন এর নিম্নোক্ত বিকাশ নাম্বারে খুব দ্রুত প্রেরণ করার পুনরায় অনুরোধ করছি।

বিকাশ নাম্বার (পার্সোনাল) ০১৬৭৮-০০০১৯২

এছাড়া আমাদের সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ তোমাদের সাথে ফোনে যোগাযোগ করবে।

 

বিনীত নিবেদক-

কার্যনির্বাহী কমিটি ২০২১-২০২২