গত ৮ই নভেম্বর, ২০২৪ তারিখে রোজ শুক্রবার, গ্রান্ড লাউঞ্জ, সাত মসজিদ রোড, ধানমন্ডিতে অনুষ্ঠিত হলো বার্ষিক গেট-টুগেদার।
দিন ব্যাপী এক ঝাকঝমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সংগঠনের গেট টুগেদার ২০২৪। গত ৮ই নভেম্বর, ২০২৪ তারিখে রোজ শুক্রবার, গ্রান্ড লাউঞ্জ, সাত মসজিদ রোড, ধানমন্ডিতে খুব সুন্দর পরিবেশে এই প্রোগ্রামে ২০৩জন বন্ধু ও বান্ধবীরা অংশগ্রহন করে। সকাল ১০:০০ টায় শুরু হয় এই প্রোগ্রাম এবং একটাকা বিকেল ৫:০০ টা পর্যন্ত চলমান ছিলো।
কার্যকরী কমিটি ২০২৪-২০২৫ এর সভাপতি জনাব ইলিয়াস মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। সঞ্চালনা করেন জনাব রশিদ কামাল।