ব্রেকিং নিউজ >> আগামী ১২ই, সেপ্টেম্বর ২০২৫ তারিখে বার্ষিক সাধারণ সভা, ভেন্যূঃ জিনজিয়ান রেস্টেুরেন্ট, বাড়ি নং- নতুন ৫৫, ৫৫/এ, পুরাতন - ২৭৩ রোড নং- নতুন ১৬, পুরাতন-২৭, ধানমন্ডি, ঢাকা।>>
একাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর "বার্ষিক সাধারণ সভা" আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৫ রোজ-শুক্রবার সন্ধ্যা ০৫:৩০ টায় অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন ফি: ১,০০০/- টাকা মাত্র।
সময়: বিকাল ৫:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত
ভেন্যুর নাম ও ঠিকানা: জিনডিয়ান রেস্টুরেন্টে, বাড়ি নং: নতুন ৫৫, ৫৫/এ, পুরাতন ২৭৩ রোড নং: নতুন ১৬, পুরাতন ২৭, ধানমন্ডি, ঢাকা।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ৬ সেপ্টেম্বর ২০২৫।
রেজিস্ট্রেশনের জন্য বিকাশ নান্বার (পারসোনাল): ১) নেয়ামুল হোসেন 01714079502 (রামপুরা, বনশ্রী, বাড্ডা, বসুন্ধরা এবং আশেপাশের এলাকা) ২) কবিরুজ্জামান লাবু 01712618657 (উত্তরা, আশকোনা, গাজীপুর এবং আশেপাশের এলাকা) ৩) মোঃ শরীফুল ইসলাম 01712702296 (আগারগাঁও, শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, আজিমপুর, কেরানীগঞ্জ এবং আশেপাশের এলাকা) ৪) মনোয়ার মজুমদার 01818375836 (মিরপুর, DOHS, ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট এবং আশেপাশের এলাকা) ৫) প্রশান্ত কুমার সাহা 01714047326 (খিলগাঁও, বাসাবো, মালিবাগ, মগবাজার, শান্তিনগর এবং আশেপাশের এলাকা) ৬) পরিমল ঘোষ 01713160545 (লালবাগ, পুরাতন ঢাকা এবং আশেপাশের এলাকা) ৭) মোহাম্মদ ইকবাল হোসেন 01712154428 (যাত্রাবাড়ী, দনিয়া, ডেমরা, নারায়ণগঞ্জে এর আশপাশের এলাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ)
সার্বিক তত্ত্বাবধানে ইলিয়াছ হোসেন মুন্সী 01973480990 মোহাম্মদ ইকবাল হোসেন 01712154428 01612154428 আবু সাইদ মোল্লা, নাছির উদ্দিন মাহামুদ, রেজাউল করিম রেজা এবং মোঃ সরোয়ার হোসেন