একাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর "বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলা ২০২৫" আগামী ২৫শে জানুয়ারী ২০২৫ তারিখ রোজ শুক্রবার, ভেন্যূ: লেকভিউ রিসোর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ইনার রোড, ব
প্রিয় বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
একাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর সকল বন্ধুদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এ বছরও "বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলা ২০২৫" আয়োজন করতে যাচ্ছি। উক্ত বনভোজন ও পারিবারিক মিলন মেলায় সকল বন্ধু সপরিবারে আমন্ত্রিত।
???? তারিখঃ
২৪ জানুয়ারি, ২০২৫ খৃষ্টাব্দ;
১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
রোজঃ শুক্রবার ।
???? পিকনিক স্পট:
লেকভিউ রিসোর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট,
ইনার রোড, ব্লক-এইচ,
(নান্দনিক হাউজিং)
মধুমতি মডেল টাউন, আমিনবাজার, সাভার, ঢাকা"।
????ভেন্যুতে অবস্থানের সময়ঃ সকাল ৮:৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬:০০ ঘটিকা পর্যন্ত।
♨খাবার:
????সকালের ব্রেকফাষ্ট :
৯:০০ থেকে ১০:০০ ঘটিকা পর্যন্ত
????দুপুরের লাঞ্চ :
১:৩০ থেকে ৩:০০ ঘটিকা পর্যন্ত
????বিকালের স্ন্যাকস:
৪:০০ থেকে ৫:০০ ঘটিকা পর্যন্ত
খাবার এবং আনন্দ আড্ডার সাথে আরো আছে ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
☘রেজিস্ট্রেশন শুরু:
০৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে
এবং শেষ হবে
১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে।
???? রেজিষ্ট্রেশন ফিঃ
১) বন্ধু ও বান্ধবীদের জন্য জনপ্রতি ২,০০০/- টাকা।
২) পরিবারের অন্যান্য সদস্য (স্বামী বা স্ত্রী, পাঁচ বছর বয়সের উর্ধ্বের ছেলে-মেয়ে, ড্রাইভার) জন্য জনপ্রতি ১,৫০০/- টাকা।
(স্বামী-স্ত্রী বন্ধু বা বান্ধবীর জন্য প্রতিজন ২,০০০/-)।
♥বন্ধুরা আর দেরী নয়- যথাসময়ে রেজিস্ট্রেশন করে স্ব-পরিবারে নিজের উপস্থিতি নিশ্চিত করো এবং প্রত্যেকে যার যার নিকটতম বন্ধুকে দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করো। আশা করি সবাই মিলে চমৎকার আনন্দঘন একটি দিন উপভোগ করবো, ইনশাআল্লাহ।
????রেজিস্ট্রেশন ফি নিম্নোক্ত বিকাশ (Personal) নাম্বারে খরচ সহ (২,০৪০/- ও ১,৫৩০/-) (রেফারেন্স-নিজের নাম) জমা দেয়াও যাবে।
♥আসন্ন বনভোজন ও পারিবারিক মিলন মেলা ২০২৫ রেজিস্ট্রেশন কাজে সহযোগিতা করার জন্য নিম্নোক্ত বন্ধুরা দায়িত্বে থাকবেঃ
Zone-1
মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, আজিমপুর, কেরানীগঞ্জ, আদাবর, কলাবাগান, শ্যামলী & আগারগাঁও।
মোঃ আশরাফুজ্জামান চৌধুরী
মোঃ শরীফুল ইসলাম (শরীফ) ০১৭১২৭০২২৯৬;
Zone - 2
মিরপুর, গাবতলী, সাভার, পল্লবী, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, কাফরুলঃ মনোয়ার মজুমদার ০১৮১৮৩৭৫৮৩৬;
Zone-3
উত্তরা, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর এবং গাজীপুর:
কবিরুজ্জামান বাবু
01712 618657;
Zone-4
বাড্ডা, গুলশান, মহাখালী, বসুন্ধরা, বনশ্রী, রামপুরাঃ
নিয়ামুল হোসেন
01714 079502
মো: সাইফুল ইসলাম
Zone-5
খিলগাও, বাসাবো, মালিবাগ, শান্তিনগর, মগবাজার, ইস্কাটন:
মোহাম্মদ সারোয়ার হোসেন
প্রশান্ত কুমার সাহা;
01929-568135 (সাঈদ)
মোঃ: জুয়েল মিয়া
Zone-6 & 7
পুরাতন ঢাকা, সায়দাবাদ, যাত্রাবাড়ী, ধনিয়া, ডেমরা এবং নারায়নগঞ্জ:
আসাদুজ্জামান রানা
পরিমল চন্দ্র ঘোষ
01713160545
রশিদ কামাল
Zone- 8
ঢাকার বাহিরের বন্ধুদেরঃ রেজাউল করিম রেজা ও জাহাঙ্গীর আলম সাজু
01711 456137
Zone - 9
দেশের বাইরের বন্ধুদের জন্যঃ
সরোয়ার জাহান সোহেল।
এছাড়া সার্বিক তত্ত্বাবধানেঃ সভাপতি
জনাব ইলিয়াস হোসেন মুন্সী ও
সাধারণ সম্পাদক
জনাব মোহাম্মদ ইকবাল হোসেন এবং
উপদেষ্টা
জনাব আবু সাইদ মোল্লা ও
জনাব নাসির উদ্দিন মাহমুদ।
বন্ধুরা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করে বনভোজন অনুষ্ঠানকে সুন্দর ও প্রাণবন্ত করার জন্য সবার সর্বাত্মকভাবে সহযোগিতা কামনা করছি।
শুভেচ্ছান্তে,
এক্সিকিউটিভ কমিটি ২০২৩-২০২৪