আগামী ৮ই মার্চ, ২০২৪ তারিখে বার্ষিক বনভোজন, ভেন্যূঃ আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, কোনাখোলা, কেরানীগঞ্জ ।

একাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর সকল বন্ধুদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এবছরও "বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলা ২০২৪" আয়োজন করতে যাচ্ছি। উক্ত বনভোজন ও পারিবারিক মিলন মেলা প্রোগ্রামে সকল বন্ধুদেরকে পরিবারসহ আমন্ত্রণ জানানো হলো। সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বনভোজন প্রোগ্রামে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

????তারিখঃ ৮ মার্চ, ২০২৪ খৃষ্টাব্দ; ২৪ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ। রোজঃ শুক্রবার ।
????ভ্যেনূঃ " আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, কোনাখোলা, কেরানীগঞ্জ।
????ভেন্যুতে অবস্থানের সময়ঃ সকাল ৯:০০ থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত।

♨️খাবার:
????সকালের ব্রেকফাষ্ট : ৯:০০ থেকে ১০:০০
????দুপুরের লাঞ্চ : ১:৩০ থেকে ৩:০০
????বিকালের স্নেকস: ৪:০০ থেকে ৫:০০

☘️রেজিস্ট্রেশন শুরু: ২৯ জানুয়ারী, ২০২৪ তারিখে এবং শেষ হবে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে।

???? রেজিষ্ট্রেশন ফিঃ
১) বন্ধু ও বান্ধবীদের জন্য জনপ্রতি ২,০০০/- টাকা।
২) পরিবারের অন্যান্য সদস্যদের জন্য জনপ্রতি ১,৫০০/- টাকা (পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে যদি বন্ধু বা বান্ধবী থাকে, তাদের জন্য ২০০০/-)।
আশা করছি অত্যন্ত প্রাণবন্ত ও আকর্ষণীয় একটা পারিবারিক মিলন মেলা ও আড্ডা হবে এবং আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট ইনজয় করবে।
♥️বন্ধুরা আর দেরী নয়- যথাসময়ে রেজিস্ট্রেশন করে স্ব-পরিবারে নিজের উপস্থিতি নিশ্চিত করো এবং প্রত্যেকে যার যার নিকটতম বন্ধুকে দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করো।
????রেজিস্ট্রেশন ফি নিম্নক্ত বিকাশ ও নগদ (Personal) নাম্বারে খরচ সহ (২০৪০/- ও ১৫৩০/-) (রেফারেন্স-নিজের নাম) জমা দেয়াও যাবে:
১) মোহাম্মদ সারোয়ার হোসেন - ০১৯২৪-৫৭৮৯৪৬
২) নিয়ামুল হোসেন - ০১৭১৪-০৭৯৫০২
৩) সোলায়মান দাদু - ০১৯২০৩০২২৮৫
৪) কবিরুজ্জামান লাবু - ০১৭১২-৬১৮৬৫৭
৫) মানোয়ার মজুমদার - ০১৮১৮৩৭৫৮৩৬
৬) শরীফুল ইসলাম (লিফট) - ০১৭১২৭০২২৯৬
৭) শরীফুল ইসলাম কাজল - ০১৬১৩-৩৬৮০০৩

♥️আসন্ন বনভোজন ও পারিবারিক মিলন মেলা ২০২৪ রেজিস্ট্রেশন কাজে সহযোগিতা করার জন্য নিম্নোক্ত বন্ধুরা দায়িত্বে থাকবেঃ
১) মিরপুর, গাবতলী, সাভার, পল্লবী, ভাষানটেক, কাফরুলঃ মনোয়ার মজুমদার;
২) মোহাম্মদপুর, ধানমন্ডি, আদাবর, কলাবাগান, শ্যামলীঃ শরীফুল ইসলাম (লিফট);
৩) উত্তরা, আব্দুল্লাহপুর, গাজীপুরঃ কবিরুজ্জামান লাবু;
৪) বাড্ডা, গুলশান, মহাখালী, বসুন্ধরা, বনশ্রী, ডিওএইচএস, রামপুরাঃ নিয়ামুল হোসেন;
৫) খিলগাও, বাসাবো, মালিবাগ, মগবাজার: শাহেন শাহ;
৬) সায়দাবাদ, যাত্রাবাড়ী, ধনিয়া, পুরাতন ঢাকা এবং নারায়নগঞ্জ: শরীফুল ইসলাম কাজল;
৭) ঢাকার বাহিরের বন্ধুদেরঃ সোলাইমান দাদু।
৮) দেশের বাইরের বন্ধুদের জন্যঃ রুহুল আমীন।
এছাড়া সার্বিক তত্ত্বাবধানেঃ সভাপতি আবু সাইদ মোল্লা, সাধারণ সম্পাদক-নাসির উদ্দিন মাহমুদ ও উপদেষ্টা মিজানুর রহমান -এফসিএ ও রহিমা আখতার শিল্পি।

শুভেচ্ছান্তে,
এক্সিকিউটিভ কমিটি ২০২৩-২০২৪