গত ১৩শে অক্টোবর রাজধানী ঢাকার আফতাবনগরে গেট টুগেদার ২০২৩ অনুষ্ঠিত হলো।
গত ১৩ই অক্টোবর রাজধানী ঢাকার বাড্ডার আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে বার্ষিক গেট টুগেদার ২০২৩ অনুষ্ঠিত হলো। এবারের গেট টুগেদার এ ১৫৭ জন বন্ধু রেজিষ্ট্রেশন করেছিলো। এছাড়া সরাসরি ভেন্যুতে কিছু বন্ধুর আগমন ঘটে।
সকাল ৯:০০ হতে চেষ্ট কার্ড বিতরণ এবং সকালের নাস্তা শুরু হয়। চেষ্ট কার্ড বিতরণের দায়িত্বে ছিলো - মোহাম্মদ ইকবাল হোসেন, ইলিয়াস মুন্সি, কবিরুজ্জামান লাবু, কে. এম নেয়ামুল হাসান ও শরীফুল ইসলাম কাজল। সকালের নাস্তায় তদারক করেন শহীদ মনোয়ার মজুমদার শরীফুল ইসলাম ও জনাব মীর মাহবুব হোসেন।
সকাল ৯:৩০ এ পবিত্র কোরআন তেলওয়াত, তরজমা ও দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, তেলাওয়াত করেন সোলায়মান হোসেন। ৯:৩৫ গীতা পাঠ করে বন্ধু সবুজ। এরপর সকলের সমবেত কন্ঠে জাতীয় সংগীত।
সকাল ১০:০০টায় সভাপতি আবু সাইদ মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মাহমুদ এর স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় মুল অনুষ্ঠান। আবু সাইদ মোল্লা সবাইকে প্রোগ্রামে আগমনের জন্য ধন্যবাদ জানান এবং আমৃত্যূ বন্ধুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর নাসির মাহমুদ বলেন- প্রথমত অনেক বন্ধুরা অসুস্থ্য, তাদের জন্য দোয়া ও আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সবাইকে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন। দ্বিতীয়ত সংগঠনের ৪জন সদস্য বর্তমানে জবলেস অবস্থায় আছে। যারা ব্যবসা করে অথবা ভালো পদে চাকুরী করেন- তাদের প্রতিষ্ঠানে এদের চাকুরীর ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।
এরপর ১০:৩০ ঢাকার বাহির থেকে আগত বন্ধুদের মঞ্চে আগমন ঘটে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রংপুর- সিলেট- সিরাজগঞ্জ- বরিশাল- নারায়নগঞ্জ হতে মোট ৭জন বন্ধু অনুষ্ঠানের এসে তারা খুব খুশি। তারা মঞ্চে এলে সবাৈই করতালির মাধ্যমে অভিনন্দন জানায়।
সকাল ৯:৩০ এ পবিত্র কোরআন তেলওয়াত, তরজমা ও দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, তেলাওয়াত করেন সোলায়মান হোসেন। ৯:৩৫ গীতা পাঠ করে বন্ধু সবুজ। এরপর সকলের সমবেত কন্ঠে জাতীয় সংগীত।
সকাল ১০:০০টায় সভাপতি আবু সাইদ মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মাহমুদ এর স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় মুল অনুষ্ঠান। আবু সাইদ মোল্লা সবাইকে প্রোগ্রামে আগমনের জন্য ধন্যবাদ জানান এবং আমৃত্যূ বন্ধুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর নাসির মাহমুদ বলেন- প্রথমত অনেক বন্ধুরা অসুস্থ্য, তাদের জন্য দোয়া ও আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সবাইকে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন। দ্বিতীয়ত সংগঠনের ৪জন সদস্য বর্তমানে জবলেস অবস্থায় আছে। যারা ব্যবসা করে অথবা ভালো পদে চাকুরী করেন- তাদের প্রতিষ্ঠানে এদের চাকুরীর ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।
এরপর ১০:৩০ ঢাকার বাহির থেকে আগত বন্ধুদের মঞ্চে আগমন ঘটে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রংপুর- সিলেট- সিরাজগঞ্জ- বরিশাল- নারায়নগঞ্জ হতে মোট ৭জন বন্ধু অনুষ্ঠানের এসে তারা খুব খুশি। তারা মঞ্চে এলে সবাৈই করতালির মাধ্যমে অভিনন্দন জানায়।
এরপর এই প্রথম নবাগত বন্ধুদের মঞ্চে আগমত ও পরিচিতি ঘটে। এ পর্বে মোট ৫জন বন্ধু মঞ্চে আসে। সবাই পুরো অনুষ্ঠান জুড়ে আনন্দ করেন। এরপর ১১:৩০ এর বর্তমান পূণাঙ্গ কমিটির পরিচিতি এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়।
১১:৪০ উপস্থিত বন্ধুদের মঞ্চে এসে পরিচয় - সংগীত - আবৃতি - কৌতুক - একক অভিনয় ইত্যাদি পরিবেশনা করা হয়।
১২:৩০-১৩:০০ সকল বন্ধুরা ভেন্যুর রুফটপে চলে যায় এবং সবাইকে নিয়ে সাধারণ সম্পাদক নাসির মাহমুদ ও ভাইস প্রেসিডেন্ট সারোয়ার হোনেস গ্রুপ ফটোশেসন করে এবং সবাই দারুনভাবে উপভোগ করেন এই পর্বটা।
দুপুর ১:০০ থেকে ৩:০০ পর্যন্ত নামাজ ও দুপুরের খাবারের বিরতী (খাবারের সময় ১:০০ থেকে ৪:০০ পর্যন্ত)। দুপুরের খাবারের তদারকী করে: সারোয়ার হোসেন, জুয়েল মিয়া, কবিরুজ্জামান লাবু ও ইকবাল হোসেন।
২:৩০-৪:৩০ পর্যন্ত চলে সংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশন করবে এস.আর.কে বাবু এন্ড ফেন্ডস।
৪:৩০ ধন্যবাদ জ্ঞাপন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মুন্সি। এরপর সভাপতি আবু সাইদ মোল্লা ও সাধারণ সম্পাদক নাসির মাহমুদ সমাপনী বক্তব্য প্রদান করে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করবেন।
৫:০০ সভাপতি আবু সাইদ মোল্লা ভেন্যূ ত্যাগ করে সবাইকে নিয়ে আড্ডার মোড়ের কাশবনে গমন করেন এবং বন্ধুদের সাথে কাশবনে আড্ডা ফটোশেসন করে।
পুরো প্রোগ্রাম সঞ্চালনার দায়িত্বে ছিলো- শাহ সুলতান চৌধুরী (শাহেন শাহ)।
এছাড়া সার্বিক তত্ত্বাবধানে: সভাপতি আবু সাইদ মোল্লা , সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মাহমুদ, উপদেষ্টা মিজানুর রহমান-এফসিএ, রহিমা আক্তার শিল্পি ও মনির মুন্সি।