আগামী ১লা সেপ্টেম্বর, ২০২৩, রোজ-শুক্রবার সকাল ১১:০০ টায় "বার্ষিক-সাধারণ-সভা" ও “ নতুন কমিটির দায়িত্ব গ্রহন ” অনুষ্ঠিত হবে, স্থান- পানশী রেষ্টুরেন্ট, কলাবাগান, ঢাকা।
আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা,
একাউন্টিং এলামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর "বার্ষিক সাধারণ সভা" আগামী ১লা সেপ্টেম্বর ২০২৩, রোজ-শুক্রবার সকাল ১০:৩০ অনুষ্ঠিত হবে।
ভ্যেনূঃ পানশী রেস্টুরেন্ট, কলাবাগান।
রোড নং- ১০, সেক্টর-৫, ধানমন্ডি, ঢাকা। (ধানমন্ডি লেকের পাশে)।
সকল বন্ধুদের উক্ত মিটিং-এ অংশগ্রহন করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
সাধারণ সভার প্রোগ্রামটি ২টি পর্বে ভাগ করা হয়েছে।
সভার প্রথম পর্ব -
সকাল ১০:৩০ থেকে ১:০০ টা পর্যন্ত।
এজেন্ডাসমুহঃ
১) ২০২২-২৩ সালের সমাপ্ত বছরের জন্য ৪টি প্রোগ্রাম (১.নিকলী- ইটনা- মিঠামইন হাওর ট্যূর ২০২৩, ২.বার্ষিক গেট-টুগেদার ২০২৩, ৩.বার্ষিক বনভোন ২০২৩, ৪.ইফতার পার্টি ২০২৩) এর প্রাপ্তি এবং প্রদান হিসাব বিবরণী উপস্থাপন ও অনুমোদন;
২) ২০২৩-২০২৪ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা;
৩) বিবিধ বিষয় নিয়ে আলোচনা (যদি থাকে)।
১:০০ টা থেকে ২:০০ টা পর্যন্ত নামায ও লাঞ্চ বিরতী।
লাঞ্চে খাবারের মেন্যূ-
১) প্লেন পোলাও
২) চিকেন রোষ্ট
৩) বিফ/মাটন রেজালা
৪) জালি কাবাব
৫) মিক্সড সালাদ
৬) বোরহানী
৭) ফিরণী/ জর্দ্দা
৮) পানি।
সভার দ্বিতীয় পর্ব -
বেলা ২:০০ টা থেকে ৩:০০ পর্যন্ত।
বিষয়ঃ
১) ২:০০ পুরাতন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের সংক্ষিপ্ত বক্তব্য ও ক্রেষ্ট প্রদান।
২) ২:৩০ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্য ও নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেয়া।
সবশেষে ফটোশেসন।
বিনীত নিবেদক,
কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৩