এক্সিকিউটিভ কমিটি ২০২২-২০২৩ এর প্রথম সভা রাজধানীর পানশী চাইনিজ রেষ্টুরেন্ট-এ অনুষ্ঠিত হলো।

এ্যাকাউন্টিং এ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ এর এক্সিকিউটিভ কমিটি ২০২২-২০২৩ এর প্রথম সভা গত ০৯-০৯-২০২২ তারিখ, রোজ শুক্রবার, বিকাল ৪:৩০ এ পানসী চাইনিজ রেষ্টেুরেন্স এন্ড পার্টি সেন্টার, হাউজ নং-১০, ধানমন্ডি, ঢাকাতে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব রহিমা আক্তার শিল্পি এর আহবানে কার্যকরী কমিটির সদস্যদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মিজানুর রহমান, এফ.সি.এ। সভায় কমিটির সকল সদস্যগন অংশগ্রহন করেন (উল্লেখ্য, মীর আবু জাহিদ শামছুদ্দীন সাগর, কবিরুজ্জামান লাবু ও মোহাম্মদ মোমেন ভারচুয়ালি অংশগ্রহন করেন)।

সংগঠনের সাধারণ সম্পাদক জনাব রহিমা আক্তার শিল্পি সভাপতি সহ সভায় উপস্থিত সভাইকে ধন্যবাদ জানিয়ে নিম্নোক্ত কার্যসুচী অনুমোদনের জন্য উপস্থাপন করেনঃ

০১।     বার্ষিক গেট টুগেদার আয়োজন; 

০২।     গেট টুগেদার এর তারিখ নিধারন;

০৩।    গেট টুগেদার এর ভেন্যূ নির্বাচন;

০৪।     গেট টুগেদার এর চাঁদার পরিমাণ নির্ধারন;

০৫।     বিবিধ।

আলোচ্য সুচীর বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে আগামী ২৮শে অক্টোবর ২০২২ তারিখ গেট-টুগেদার ২০২২ এর তারিখ নির্ধারণ করা হয়েছে। রেজিষ্ট্রেশন ফি ৮০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভেন্যূ নির্বাচনের জন্য ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৬ই সেপ্টেম্বর ২০২২ তারিখে কমিটি ভেন্যূ নির্বাচন করে পুর্ণাঙ্গ কর্মসুচী ঘোষনা করা হবে। 

৬ সদস্য বিশিষ্ট কমিটি-

০১. জনাব ওমর ফারুক মোল্লাহ খোকন

০২. জনাব আবু সাইদ মোল্লাহ

০৩. জনাব মোঃ নাসির উদ্দিন মাহমুদ

০৪. জনাব ইলিয়াস মুন্সি

০৫. জনাব মোহাম্মদ ইকবাল হোসেন

০৬. জনাব মনিরুজ্জামান সবুজ

এছাড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব দেয়া হয়েছে, জনাব শাহ-সুলতান চৌধুরী শাহান-শাহ এবং স্টেজ ডেকরেশন এর দায়িত্ব পালন করবে জনাব ওমর ফারুক মোল্লাহ খোনক।