Hund To Friends:
যে মানুষকে ছিল সদা চঞ্চল।
আমাদের প্রতিটি প্রোগ্রামে থাকতো প্রাণবন্ত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হিসাববিজ্ঞান বিভাগের, ১৯৯৪-৯৫ সেশনের আমাদের প্রিয় বন্ধু Sharif Mohammad ! হঠাৎ থ্রোট ক্যান্সারে আক্রান্ত। ইতিমধ্যে রেডিও থেরাপি ও কেমোথেরাপি দেয়া হয়েছে। বর্তমানে "টাটা মেমোরিয়াল হসপিটাল, মুম্বাই, ইন্ডিয়া তে চিকিৎসাধীন। ইতিমধ্যে তার গলায় দুটো মেজর অপারেশন হয়েছে। অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা।
এমতাবস্থায়, আমাদের এসোসিয়েশন গত ০২ ডিসেম্বর ,২০২১ তারিখে বন্ধুর চিকিৎসার জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগ নেই। অতি অল্প সময়ের মধ্যেই আমাদের ব্যাচের ৮৯ জন বন্ধু উক্ত চিকিৎসা ফান্ডে কন্ট্রিবিউট করে এবং ৩,০২,৬৬০/- টাকা জমা হয়। গতকাল ২০ ডিসেম্বর ২০২১ তারিখ সন্ধ্যায় বন্ধুর পরিবারের কাছে সংগৃহীত অর্থের চেকটি হস্তান্তর করা হয়েছে।
জয় হোক বন্ধুত্বের।
ভালো থাকুক সকল বন্ধুরা।
সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের প্রিয় বন্ধুকে পুরোপুরি সুস্থ্য করে দেন। শীঘ্রই যেন সে সুস্থ্য হয়ে তার পরিবার এবং আমাদের মাঝে ফিরে আসে এবং তার কর্মক্ষেত্রে যোগদান করতে পারে।
আমিন।